ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাঙ্গামাটিতে ১০০ লিটার মদসহ দুই নারী আটক

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ২৭ জানুয়ারি ২০২৪

রাঙ্গামাটির লংগদু উপজেলায় ১০০ লিটার চোলাই মদসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ জানুয়ারি) মদ উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ।

পুলিশ সূত্র জানায়, উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের খাগড়াছড়ি বাজার সংলগ্ন ইসহাক পাড়ায় এ অভিযান পরিচালনা করে চোলাই মদসহ তাদের আটক করা হয়। পাহাড়ি মাদক কারবারিদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে ১০০শ লিটার দেশীয় মদ মজুদ রেখেছিলেন তারা। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অন্যান্যরা পালিয়ে গেলেও অভিযানে আটক হয় মাদক ব্যবসার সঙ্গে জড়িত দুই নারী।

রাঙ্গামাটিতে ১০০ লিটার মদসহ দুই নারী আটক

লংগদু থানার তদন্ত (ওসি) জালাল উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের মাদকসহ আটক করা হয়েছে।

লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ জাগো নিউজকে বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। লংগদুতে মাদক কারবারিদের তৎপরতা কমাতে এ অভিযান অব্যাহত থাকবে। আটক দুই নারীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সাইফুল উদ্দীন/এনআইবি/জেআইএম