ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আবারো শৈত্যপ্রবাহে দিনাজপুর, তাপমাত্রা ৮.৩

উপজেলা প্রতিনিধি | হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২৫ জানুয়ারি ২০২৪

তীব্র ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় উত্তরের জেলা দিনাজপুরে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমে ৮ ডিগ্রিতে নেমেছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল নয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা বুধবার (২৪ জানুয়ারি) ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতা ৯৭%। বাতাসের গতি ০৩ নটস।

এদিকে জীবন-জীবিকার তাগিদে কনকনে ঠান্ডা উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষজন।

বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দিনমজুর তোফাজ্জল হোসেন বলেন, কয়েকদিন ধরেই ঠান্ডা খুব বেশি। ঠান্ডার কারণে আয় অনেক কমে গেছে। এতে করে সংসার চালাতে অনেকটা হিমসিম খেতে হচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, জানুয়ারি মাসজুড়েই জেলায় তাপমাত্রা এরকম থাকার সম্ভাবনা রয়েছে। তবে দু’একদিনের মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, কোনো অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। আর সর্বনিম্ন তাপমাত্রা ৮-৬ ডিগ্রি সেলসিয়াসে থাকলে সেটিকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বলা হয়।

মো. মাহাবুর রহমান/এফএ/জিকেএস