ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রকাশ্যে চাঁদাবাজি বন্ধ করলেন এমপি আসাদ

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৪ জানুয়ারি ২০২৪

রাজশাহীর নওহাটা বাজারে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজি বন্ধ করলেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) আসাদুজ্জামান আসাদ।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটিতে (শ্যালো ইঞ্জিনচালিত) চাঁদা আদায় করতে দেখে গাড়ি দাঁড় করান এমপি। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে চাঁদাবাজির বিষয়টি অবহিত হন। পরে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেনকে ফোন করে দ্রুত এ চাঁদাবাজি বন্ধের নির্দেশ দেন। এর পরপরই পুলিশ গিয়ে চাঁদাবাজি বন্ধ করে দেয়।

পবা থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘সকালে এমপি ফোন করেছিলেন। আসলে এটি চাঁদাবাজির মতো ঘটনা নয়। তারা লাইন ধরে সিরিয়ালের জন্য নিজেরাই লোক রেখেছেন। প্রত্যেককে ১০ টাকা করে দিতে হয়। তারপরও যেহেতু এমপি নির্দেশ দিয়েছেন রাস্তায় কাউকে টাকা তুলতে দেওয়া হবে না, আমি নিষেধ করেছি। আর কেউ টাকা নেবে না।’

Raj-(2).jpg

এ বিষয়ে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আমি ওই পথ দিয়ে যাচ্ছিলাম। সেখানে দেখি টাকা তোলা হচ্ছে। তখন আমি অটোরিকশা ও সিএনজিচালকদের সঙ্গে কথা বলেছি। তারা বলেন, জোর করে টাকা নেওয়া হচ্ছে। আমার এলাকায় চাঁদাবাজি হবে না। তাই আমি সেটি নিষেধ করেছি।’

সাখাওয়াত হোসেন/এসআর/এমএস