ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুলে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দপ্তরির

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৯:১৯ পিএম, ২৩ জানুয়ারি ২০২৪

ফেনীর ছাগলনাইয়ায় ছালেমা নাজির উচ্চ বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাকিল নামের এক দপ্তরির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে স্কুলের নতুন ও পুরোনো ভবনের মাঝখানে দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

নিহত শাকিল স্কুলের পার্শ্ববর্তী বাথানিয়া এলাকার ফয়েজ আহমেদ দপ্তরি বাড়ির ইলিয়াস সোহাগের ছেলে। তিনি দুই বছর ধরে ওই স্কুলের দপ্তরির দায়িত্বে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে স্কুলের নতুন ও পুরোনো ভবনের মাঝখানে দ্বিতীয় তলার কার্নিশে দাঁড়ালে বিদ্যুতায়িত হয়ে নিচে ছিটকে পড়েন শাকিল। তাৎক্ষণিকভাবে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শাকিলের বাবা সোহাগ বলেন, ‘আমার ছেলে দুই বছর ধরে স্কুলে কাজ করতো। এখনো তার চাকরি স্থায়ী হয়নি। আজ বিকেলে তার মৃত্যুর সংবাদে আমরা হতবাক হয়ে পড়ি।’

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/এমএস