ঝিকরগাছা
স্ত্রীর সঙ্গে পরকীয়া ফাঁস, বন্ধুকে বাসায় ডেকে নিয়ে হত্যা
যশোরের ঝিকরগাছা উপজেলায় পরকীয়ার জের ধরে যুবককে হত্যার ঘটনায় তার বন্ধু ক্যাসেট বাবুকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রোববার (২১ জানুয়ারি) ভোলার দৌলতখান উপজেলার আত্মীয় বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (২২ জানুয়ারি) পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
গ্রেফতার বাবু মোড়ল ওরফে কেসমত ওরফে ক্যাসেট বাবু ঝিকরগাছা উপজেলার কাটাখাল গ্রামের কাসেম মোড়লের ছেলে। নিহত যুবক তৌফিক হাসান (২২) ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর কারিগর পাড়ার শাহাদৎ হোসেনের ছেলে। তৌফিক গ্রেফতার ক্যাসেট বাবুর বন্ধু ছিলেন।
রেশমা শারমিন জানান, ২১ জানুয়ারি সকালে ভোলার দৌলতখানের দক্ষিণ জয়নগর গ্রামস্থ তার খালু জয়নাল আবেদীনের বাড়ি থেকে ক্যাসেট বাবুকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন। তাকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
পিবিআই সুপার আরও জানান, নিহত তৌফিক ও আসামি ক্যাসেট ঘনিষ্ঠ বন্ধু ছিল। বন্ধুত্বের সূত্র ধরে তৌফিক আসামির বাড়িতে অবাধ যাতায়াত করত। একপর্যায়ে তৌফিকের সঙ্গে ক্যাসেট বাবুর স্ত্রী রিয়া খাতুনের ঘনিষ্ট সর্ম্পক হয়। তাদের অনৈতিক সম্পর্কের বিষয়টি বাবু জানতে পারে। এ নিয়ে বাবু ও রিয়ার মধ্যে ঝগড়া হয়। তখন বাবু ক্ষিপ্ত হয়ে তৌফিককে হত্যার পরিকল্পনা করে।
পরিকল্পনা মোতাবেক ঘটনার দিন বাবু মীমাংসার কথা বলে কৌশলে তৌফিককে তার বাড়িতে ডেকে নিয়ে যান। বাবুর বাড়িতে যাওয়ার পর বিষয়টি নিয়ে বাবু ও তৌফিকের মধ্যে ব্যাপক ঝগড়া বিবাদ শুরু হয়। একপর্যায়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক বাবু তার ঘরে থাকা চাকু দিয়ে তৌফিকের পেটে আঘাত করলে গুরুতর রক্তাক্ত জখম হয়। তখন রিয়া তৌফিককে চিকিৎসার জন্য ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তৌফিকের অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতাল পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসক তৌফিককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওইদিন ঝিকরগাছা থানায় একটি মামলা হয়।
মিলন রহমান/এনআইবি/জিকেএস