ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জ

উচ্ছেদ অভিযানে শ্রমিকদের হামলা, পুলিশের গুলি

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ২১ জানুয়ারি ২০২৪

মুন্সিগঞ্জের গজারিয়ায় গোমতী নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ ঘটনায় পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন।

রোববার (২১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার চরচাষি এলাকায় প্যাসিফিক ডেনিমস লিমিটেডের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ইসমাইল হোসেন নামের কারখানার এক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। তাকে ঢাকায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উচ্ছেদ অভিযানে শ্রমিকদের হামলা, পুলিশের গুলি

বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, গোমতী নদী তীরের বিস্তৃত জায়গা দখল করে অবৈধ স্থাপনা করেছিল প্যাসিফিক ডেনিমস লিমিটেড। সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। দুপুরে লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে হামলা চালান কারখানাটির লোকজন। হামলায় আনসার সদস্য ও বিআইডব্লিউটিএর স্টাফসহ চারজন আহত হন। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্ছেদ অভিযানের সময়ে এস্কেভেটরের আঘাতে কারখানাটির বয়লার লিকেজ হওযার পরই এ হামলার ঘটনা ঘটে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব খান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে। শ্রমিকের গুলি লাগার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

উচ্ছেদ অভিযানে শ্রমিকদের হামলা, পুলিশের গুলি

এর আগে মেঘনা-গোমতী তীরের তোলা ফকির নিটওয়্যার লিমিটেডের প্রায় তিন হাজার ফুট পাকা সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া নদী তীরের নানা স্থাপনা ভেঙে দেওয়া হয়।

বিআইডব্লিউটিএর মেঘনা ঘাট নদীবন্দরের উপ-পরিচালক শরিফুল ইসলাম বলেন, নদীরক্ষায় বিধি মোতাবেকই অভিযান পরিচালিত হয়। গজারিয়ায় বসুরচর লঞ্চঘাট এলাকা ও মেঘনা-গোমতী নদীর পাড়ে অভিযানে ১০০ বিঘা জমি দখলমুক্ত করা হয়েছে।

আরাফাত রায়হান সাকিব/এসআর/জেআইএম