ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ নেতা আটক

জেলা প্রতিনিধি | খাগাড়ছড়ি | প্রকাশিত: ০৫:১১ পিএম, ২০ জানুয়ারি ২০২৪

খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রসহ রীতি বাবু ত্রিপুরা প্রকাশ শান্ত (১৯) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ অভিযানে গুইমারার কবুতরছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, তিন রাউন্ড বুলেট, চার রাউন্ড কার্তুজ, চাঁদা আদায়ের রশিদ ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

আটক রীতি বাবু ত্রিপুরা প্রকাশ শান্ত খাগড়াছড়ির গুইমারা উপজেলার মাইরুং পাড়া এলাকার হেমেন্দ্র ত্রিপুরার ছেলে। সে পাহাড়ের শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের চাঁদা কালেক্টর।

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ নেতা আটক

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান জাগো নিউজকে বলেন, মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজদের স্থান নেই। পাহাড়কে নিরাপদ রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বন্ধপরিকর। অস্ত্রসহ আটক রীতি বাবুকে জিজ্ঞাসাবাদ শেষে গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আটক সন্ত্রাসীর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

মুজিবুর রহমান ভুইয়া/এনআইবি/জেআইএম