ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরের দরদরিয়ায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৯:২৫ পিএম, ১৯ জানুয়ারি ২০২৪

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে খননে প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে বলে জানিয়েছে প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্র ‘ঐতিহ্য অন্বেষণ’।

দরদরিয়া দুর্গ প্রত্নতাত্ত্বিক জরিপ ও খননে দেশে প্রথমবারের মতো মধ্যযুগের ইটনির্মিত দুর্গ তাৎপর্যপূর্ণ প্রত্নবস্তু আবিষ্কৃত হয়েছে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান, গত ২৬ ডিসেম্বর থেকে দরদরিয়া গ্রামের ‘দরদরিয়া দুর্গ বা রানীর বাড়ি’ প্রত্ন স্থানটিতে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা কাজ শুরু হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে দরদরিয়া দুর্গে প্রত্নতাত্ত্বিক জরিপ ও খননে আবিষ্কৃত প্রত্নবস্তুর ব্যাখ্যা-বিশ্লেষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেন, আজ আমরা একটা স্বপ্ন স্পর্শ করলাম। এটা বিশ্ব ঐতিহ্য হিসেবে পরিচিতি লাভ করবে।

ঐতিহ্য অন্বেষণের সভাপতি ড. নুহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মেসবাহ কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আফরোজা খান মিতা।

পরে প্রতিমন্ত্রী ও প্রত্নতত্ত্ববিদরা দুর্গ এলাকা ঘুরে দেখেন।

আমিনুল ইসলাম/এসআর/এএসএম