ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মধ্যরাতে শীতার্তদের শীতবস্ত্র দিলেন ইউএনও

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১৯ জানুয়ারি ২০২৪

বান্দরবানের রুমায় মধ্যরাতে ঘুরে ঘুরে ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহাবুবুল হক।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিনগত রাতে উপজেলা সদর এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতবস্ত্র বিতরণ করেন।

jagonews24

স্থানীয়রা জানান, মাঘ মাসে জেলাজুড়ে শীতের প্রকোপ একটু বেশি থাকে। তবে গত এক সপ্তাহ ধরে শীতের তীব্রতা অনেক বেড়েছে।

গত ১৭ জানুয়ারি সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হয় বান্দরবানে। এতে নিম্নআয়ের মানুষ দৈনন্দিন কাজকর্মে যেতে পারছেন না। ছিন্নমূল মানুষেরা মানবেতর দিনযাপন করেছেন।

jagonews24

তবে ইউএনওর শীতবস্ত্র বিতরণে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও শীতার্তরা।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহাবুবুল হক জাগো নিউজকে জানান, সরকারি সহায়তায় ৪৪০টি ও বিভিন্ন সংস্থার সহায়তায় ৬০টিসহ মোট ৫০০টি কম্বল বিভিন্ন ছিন্নমূল শীতার্ত, ইউনিয়ন পর্যায়ে ও রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গরিব ও অসহায় রোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।

নয়ন চক্রবর্তী/এমকেআর/এমএস