ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৬ মাসে একটি মাছও পাননি, অবশেষে ধরা দিলো ১৮ কেজির বোয়াল

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ১৮ জানুয়ারি ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে বড়শি দিয়ে সাড়ে ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরেছেন দিনমজুর বাচ্চু মিয়া।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীর ফেরিঘাট এলাকায় মাছটি ধরা পড়ে।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ ছয় মাস ধরে কুশিয়ারা নদীতে বড়শি ফেলতেন বাচ্চু মিয়া। কিন্তু এ ছয় মাসে তিনি তার বড়শিতে একটি মাছও ধরতে পারেননি। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে নদীর ফেরিঘাট এলাকায় বড়শি ফেলেন বাচ্চু মিয়া। দুপুরের দিকে তার বড়শিতে সাড়ে ১৮ কেজির একটি বোয়াল মাছ ধরা পড়ে। পরে তিনি মাছটি জগন্নাথপুর মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে সাড়ে ২৬ হাজার টাকায় বিক্রি করেন বিশালাকৃতির বোয়াল মাছিটি। এসময় মাছটি এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় করেন।

শৌখিন মৎস্য শিকারি বাচ্চু মিয়া বলেন, ‘আমি একজন দিনমজুর। কাজের ফাঁকে বড়শি দিয়ে মাছ শিকার করতে ভালো লাগে। তাই গত ছয় মাস ধরে কুশিয়ারা নদীতে বড়শি ফেলে আসছি। তবে এ ছয় মাসে একটি মাছও বড়শিতে লাগেনি। তারপরও আমি হতাশ হইনি। প্রতিদিনের মতো আজও কাজের ফাঁকে কুশিয়ারা নদীতে বড়শি ফেলি। শেষমেশ এই মাছটি পেলাম। আমি খুবই খুশি।’

৬ মাসে একটি মাছও পাননি, অবশেষে ধরা দিলো ১৮ কেজির বোয়াল

‘শখের মাছটি কেন বিক্রি করলেন’ এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এত বড় মাছ খাওয়ারও তেমন সামর্থ্য নেই আমার। তাই বিক্রি করে দিয়েছি। যে টাকা পেয়েছি তাতে সংসারের অনেক দিনের খরচ জোগাতে পারবো।’

জগন্নাথপুর বাজারের শাপলা মৎস্য আড়তের মালিক মোতাহির আলী বলেন, ‘সাড়ে ১৮ কেজির বোয়াল মাছটি ২৬ হাজার ৫০০ টাকায় কেনা হয়েছে। চলতি বছরের বাজারে এটিই সবচেয়ে বড় মাছ।’

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান আক্তার বলেন, সাড়ে ১৮ কেজির একটি বোয়াল মাছ কুশিয়ারা নদীতে ধরা পড়েছে। নদীতে আরও বড় বড় মাছ আছে।

লিপসন আহমেদ/এসআর/জেআইএম