ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুর

ধান মজুত করায় মিলের গোডাউন সিলগালা

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৯:১০ পিএম, ১৮ জানুয়ারি ২০২৪

দিনাজপুরের বিরলে ছয় মাসের বেশি সময় ধরে মজুত রাখা ৩০০ মেট্রিকটন ধানসহ একটি হাসকিং মিলের গোডাউন সিলগালা করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জেলা খাদ্য কর্মকর্তা কামাল হোসেনের নেতৃত্বে বিরল পৌরসভার পাইকপাড়া এলাকায় মেসার্স ওরিয়েন্টাল এগ্রো নামের প্রতিষ্ঠানের দুটি গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, অভিযানকালে গোডাউনে ৩০০ মেট্রিকটনের বেশি ধান মজুদ পাওযা যায়। যা ছয় মাসের অধিক সময় মজুত রাখার অপরাধে একটি গোডাউন সিলগালা করে দেওয়া হয়। একই সঙ্গে হাসকিং মিলের লাইসেন্স বাতিল এবং নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক বহ্নি শিখা আশা।

ধান মজুত করায় মিলের গোডাউন সিলগালা

অভিযানে উপস্থিত ছিলেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাওলা শাহ, জেলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরী) ফিরোজ আহমেদ, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা বিপ্লব কুমার সিংহ, বিরল উপজেলা খাদ্য কর্মকর্তা আতোয়ার হোসেন, সিএসডি দিনাজপুর এর খাদ্য পরিদর্শক আমিরুল ইসলাম, বিরল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর রাহাদ রুমন প্রমুখ।

মেসার্স ওরিয়েন্টাল এগ্রো এর মালিক মুসাবভির রফিক মতি জাগো নিউজকে বলেন, আমার লাইসেন্স অনুযায়ী ৩০০ মেট্রিকটন ধান মজুত রাখার অনুমতি রয়েছে। যে ধান আমি মজুত রেখেছি অধিকাংশই আমার নিজের জমির ধান। সামান্য কিছু ধান রয়েছে কৃষকের ।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দেবাশীষ চৌধুরি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমদাদুল হক মিলন/এনআইবি/জেআইএম