স্ত্রীকে হত্যার ২৫ বছর পর আসামির যাবজ্জীবন
শরীয়তপুরের ভেদরগঞ্জে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যার ২৫ বছর পর আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ তারিক এজাজ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত বাসেত খা (৫৬) উপজেলার দিগর বাহিশখালী এলাকার জামাল খার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ২৩ নভেম্বর উপজেলার দিগর বাহিশখালী এলাকার বাসেত খার ঘর থেকে তার স্ত্রী পারুল বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। দাম্পত্য কলহের জেরে পারুল বেগমকে গলাটিপে হত্যার অভিযোগ এনে নিহতের মা বাদী হয়ে মামলা করেন। মামলায় আসামি করা হয় মেয়েজামাই বাসেত খাকে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ ২৫ বছর পর সাক্ষ্য-প্রমাণ শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী রাসেদুল হাসান মাসুম বলেন, ‘এ রায়ে আমার মক্কেল ন্যায্য বিচার পাননি। আমরা এ রায়ের বিপরীতে উচ্চ আদালতে আপিল করবো। আশা করি উচ্চ আদালত তাকে খালাস দেবেন।’
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মীর্জা হজরত আলী বলেন, এ রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট।
বিধান মজুমদার অনি/এসআর/জেআইএম