রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাকে ব্ল্যাকমেল, গ্রেফতার ৮
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের এক কর্মকর্তাকে প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীসহ প্রতারক চক্রের আট সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতাররা হলেন রামপাল উপজেলার শাহীন শেখ (২২), সুরাইয়া আক্তার টিনা (১৮), রমজান শেখ (১৭), আব্দুল্লাহ শেখ (২০), আসলাম মোল্লা আকাশ (২০), ফেরদৌস হাসান জয় (১৭) ও সিয়াম (১৮)। আরেকজন অপ্রাপ্তবয়স্ক।
ভুক্তভোগী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার আদিল মাহমুদ থানায় লিখিত অভিযোগ করলে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিনগত গভীর রাতে উপজেলার শ্রীফলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, শাহীন শেখ মোবাইলফোন ব্যবহার করে কথিত প্রেমিকা টিনাকে সঙ্গে নিয়ে একটি প্রতারক চক্র গড়ে তোলেন। তারা ওই নারী সদস্যকে দিয়ে বিভিন্ন লোককে প্রেমের ফাঁদ ফেলতেন। একপর্যায়ে তারা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার মেক লিমিটেড কোম্পানির ম্যানেজার আদিল মাহামুদকে ফাঁদে ফেলেন।
আদিল মাহমুদ জাগো নিউজকে জানান, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় তার ফোনে একটি কল আসে। ওইসময় তাকে খুলনা-মোংলা মহাসড়কের ভেকটমারী বেলাই ব্রিজের কাছে আসতে বলা হয়। তিনি সেখানে গেলে তারা বেঁধে ফেলে মাহিন্দ্রা গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এরপর হত্যার হুমকি দিয়ে মারধর করেন। একপর্যায়ে তার কাছে থাকে নগদ টাকা, মোটরসাইকেল, এটিএম কার্ড ও মোবাইলফোন ছিনিয়ে নেন। এরপর আদিলের বাড়িতে ফোন করিয়ে কয়েক দফায় বিকাশ ও রকেট অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ৮০ হাজার টাকা হাতিয়ে নেন।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস জাগো নিউজকে জানান, দীর্ঘদিন ধরে প্রতারক চক্রটি প্রেমের ফাঁদে ফেলে সহজ-সরল মানুষদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে আসছিল। আদিল মাহমুদের অভিযোগের সত্যতা পেয়ে ওই চক্রের আটজনকে আটক করা হয়েছে। তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এসআর/জেআইএম