ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সোনারগাঁয়ে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১৫ জানুয়ারি ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার (১৫ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত কাঁচপুর ও সাদিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Nara-(1).jpg

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ইলোরা ইয়াসমিন অভিযানের নেতৃত্ব দেন।

সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ জানান, কাঁচপুর ইউনিয়নের ললাটি পূর্ব ও পশ্চিম পাড়া এবং সাদিপুর ইউনিয়নের বড়িবাড়ি এলাকার মোট চারটি স্পট থেকে আনুমানিক দেড় হাজারটি আবাসিক চুলার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। উচ্ছেদ করা হয় ৮০০ ফুট পাইপ।

Nara-(1).jpg

অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের সোনারগাঁ শাখার প্রকৌশলী রিয়াজুল ইসলাম, সহকারী প্রকৌশলী সোহেল ও সোনারগাঁ পুলিশের একটি টিম।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/এমএস