ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শ্রীপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ১২:৫০ পিএম, ১১ জানুয়ারি ২০২৪

গাজীপুরের শ্রীপুরে বর্ধিত বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৯টা থেকে শ্রীপুর পৌরসভার ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড, ক্রাউন ওল ওয়্যার লিমিটেড ও ক্রাউন মিলস্ লিমিটেডের কয়েক হাজার শ্রমিক মাওনা-ফুলবাড়িয়া-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হলে বেলা ১১টা ১৫ মিনিটে সড়ক ছেড়ে কারখানার ভেতর চলে যান তারা।

jagonews24

আন্দোলনরত শ্রমিকরা জানান, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামোতে জানুয়ারি মাসে বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেননি। বিষয়টি নিয়ে একাধিকার কারখানার কর্তৃপক্ষের কাছে গেলেও তারা কোন সুরাহা না করায় শ্রমিকরা আন্দোলনে নামে।

তারা আরও জানান, বছর শেষে ছুটি ভাতা পরিশোধ না করে জোর করে স্বাক্ষর নেয় কর্তৃপক্ষ। এছাড়াও ওভার টাইমসহ নানা বিষয়ে অসঙ্গতি রয়েছে।

মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন জাগো নিউজকে বলেন, আন্দোলনরত শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আমিনুল ইসলাম/এনআইবি/জিকেএস