ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইসলাম ধর্মকে কটূক্তি করায় শিক্ষক গ্রেফতার

প্রকাশিত: ০৯:৫৮ এএম, ০৬ এপ্রিল ২০১৬

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নে ইসলাম ধর্মকে কটূক্তি করায় জয়নগর জুনায়েত আলী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক তপন কুমার বড়াইকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
 
আটক তপন কুমার বড়াই জেলার জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের জয়নগর জুনায়েত আলী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক এবং বরিশাল জেলার উজিরপুর গ্রামের শ্রী নিবাস কুমার বড়াইয়ের ছেলে।

সরেজমিনে গিয়ে জানা যায়, জয়নগর জুনায়েত আলী উচ্চ বিদ্যালয়ে বুধবার ১২টার দিকে ৯ম শ্রেণির ক্লাস নেওয়ার সময় ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে তপন কুমার বড়াই বলেন, ইসলাম ধর্ম সঠিক নয়। এ সময় তিনি ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন খারাপ মন্তব্য করেন। এতে ছাত্র-ছাত্রীরা এর প্রতিবাদ করে তাৎক্ষণিকভাবে প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানায়। এটি এক পর্যায়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা জানতে পারলে তপন কুমার বড়াই উপর ক্ষিপ্ত হন। এ সময় জাজিরা থানা পুলিশ এসে তপন কুমার বড়াইকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বলে, বিভিন্ন সময় তপন স্যার ইসলামের বিপক্ষে কথা বলেন। আমরা কিছু বললে আমাদের গালাগাল করেন। আমরা এর বিচার চাই।

এ ব্যাপারে জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল খান জানান, আমি ঘটনাটি শুনেছি।

এদিকে বার বার ফোন করলেও জয়নগর জুনায়েত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নারায়ন চন্দ্র বালাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, তপন কুমার বড়াই ইসলাম নিয়ে মন্তব্য করেছেন বলে শুনেছি। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাসহ শিক্ষক এবং স্থানীয় মুসল্লিরা জানতে পারলে তার উপর ক্ষিপ্ত হয়। তবে তার শরীরে কেউ আঘাত করেনি। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পেরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি।

ছগির হোসেন/এফএ/পিআর