চার অনুসারীকে ছাড়িয়ে নিয়ে মহাসড়ক ছাড়লেন লতিফ সিদ্দিকী
দীর্ঘ আড়াই ঘণ্টা অবরোধের পর মহাসড়ক ছাড়লেন টাঙ্গাইলের কালিহাতী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। কয়েকজন অনুসারীকে গ্রেফতারের প্রতিবাদে কালিহাতী থানা ঘেরাও ও টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলেন তিনি।
ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর অনুরোধে মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে অবরোধ প্রত্যাহার করেন লতিফ সিদ্দিকী।
এরআগে কয়েক অনুসারীকে গ্রেফতারের প্রতিবাদে দুপুর ১টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে কালিহাতী থানার সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন লতিফ সিদ্দিকী। এসময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: নবনির্বাচিত এমপি লতিফ সিদ্দিকীর মহাসড়ক অবরোধ
আব্দুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সদ্যবিজয়ী সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে বঙ্গবীর কাদের সিদ্দিকী অবস্থান ধর্মঘটস্থলে যান। তিনি লতিফ সিদ্দিকীর সঙ্গে কথা বলেন। পরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আটক ছয়জনের মধ্যে এজাহারে নাম না থাকা চারজনকে ছাড়িয়ে নিয়ে আসেন। ছাড়া পাওয়া অনুসারীরা হলেন হাসমত আলী, হৃদয়, পিন্টু ও খোকা। এজাহারভুক্ত দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৭০ হাজার ৯৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল লতিফ সিদ্দিকী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মোজাহারুল ইসলাম তালুকদার পান ৫৪ হাজার ৭৫ ভোট। লতিফ সিদ্দিকী এ আসন থেকে এরআগে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।
আরিফ উর রহমান টগর/এসআর/এমএস