বাঁশখালীর বিদ্যুত প্রকল্প অফিসে পুলিশের পাহারা
সংঘর্ষের পর বাঁশখালীর মানিকচরে এস আলম গ্রুপের বিদ্যুত কেন্দ্র অফিস এখন পুলিশ পাহারায়। সোমবার রাত থেকে ১৩ পুলিশের একটি দল বিদ্যুত প্রকল্পের নিয়ন্ত্রণ অফিসে সার্বক্ষণিক পাহারা দিচ্ছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার পুলিশ পাহারার কথা স্বীকার করেছেন। তিনি জানান, কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বভাবিক না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা বজায় থাকবে। এতে মোট ১৩ জন পুলিশ সদস্য মোতায়ের আছে।’
সোমবার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে আয়োজিত বিদ্যুৎকেন্দ্র বিরোধী সমাবেশে সংঘর্ষের ঘটনায় ৪ গ্রামবাসী নিহত হন। ঘটনাস্থল থেকে বিদ্যুত কেন্দ্রের নিয়ন্ত্রণ অফিসের দূরত্ব ১০ কিলোমিটার।
মঙ্গলবার দেখা যায়, কয়লা বিদ্যুত কেন্দ্র নিয়ন্ত্রণ অফিসের আশপাশে শক্ত অবস্থানে আছেন পুলিশ সদস্যরা। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল (সোমবার) রাত থেকে এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে পুলিশের সহায়তায় বাঁশখালী উপজেলা সদরে মানববন্ধন করেছে ছাত্রলীগ। এতে সংঘর্ষের জন্য ‘বসত ভিটা ও কবরস্থান রক্ষা কমিটি’র আহ্বায়ক ও বিএনপি নেতা লিয়াকত আলীকে দায়ী করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান আহমেদ।
জীবন মুছা/এসএইচএস/এবিএস