রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা নিরসন করা হবে: একরামুজ্জামান
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে বহিষ্কার হওয়া খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান ইশতেহার ঘোষণা করেছেন।
রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে নাসিরনগর সদরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একরামুজ্জামান বলেন, ‘বিগত সময়ে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে আবার বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করেছে। যারা ক্ষমতায় আছেন তারা এসব মামলা করছেন। এসব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। এখন নাসিরনগরে সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছে। দিনের পর দিন চরম দুর্ভোগের কারণ এসব মামলাগুলো নিরসন করা হবে।’
পাল্টাপাল্টি হুমকি-ধমকি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা অনেক সময় বলি ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো’। আসলে এটা আগুন জ্বালানোর জন্য না। তবে কেউ যদি স্পেসিফিক কাউকে উদ্দেশ করে কিছু বলেন সেটা অন্য বিষয়।”
এসময় নাসিরনগরের শিল্পকারখানা গড়ে ৫০ হাজার তরুণ-তরুণীর চাকরির ব্যবস্থা করার ঘোষণা দেন একরামুজ্জামান।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/এমএস