ভোটার না থাকলে ভোটের কোনো গুরুত্ব নেই: ইসি রাশেদা
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, কারো একার পক্ষে নির্বাচন করা সম্ভব না। নির্বাচন কমিশনের অধীনে যে সমস্ত অফিস-আদালত রয়েছে তাদের পক্ষেও সম্ভব না। এর জন্য স্তরে স্তরে লোকের প্রয়োজন। ভোটার না থাকলে ভোটের কোনো গুরুত্ব নেই।
শুক্রবার (২৯ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রিজাইডিং অফিসার ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
রাশেদা সুলতানা বলেন, যে প্রার্থী আচরণবিধি ভঙ্গ করবেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধের ধরন বুঝে প্রার্থীদের সাজা দেওয়া হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সবার সমন্বয়ে কাজ করা হচ্ছে।
মতবিনিময় সভায় রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, উপ মহাপুলিশ পরিদর্শক আব্দুল বাতেন, জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ ও পুলিশ সুপার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
আগামী ৭ জানুয়ারির নির্বাচনে লালমনিরহাটের তিন আসনে দায়িত্বপ্রাপ্ত সব প্রিজাইডিং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রবিউল হাসান/আরএইচ/এএসএম