ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুর-৬

পাঁচ প্রার্থীর তিনজনকেই চেনেন না ভোটাররা

উপজেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৩

 

বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর—এ চার উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৬ আসন। আসনটিতে আসন্ন সংসদ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। তবে প্রচারের মাঠে আওয়ামী লীগ মনোনীত বর্তমান এমপি শিবলী সাদিক এবং ট্রাক প্রতীকের সাবেক এমপি আজিজুর রহমানকেই দেখা যাচ্ছে। অন্য তিন প্রার্থীর প্রচারণা সেভাবে জমে ওঠেনি।

দিনাজপুর-৬ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত (নৌকা) বর্তমান এমপি শিবলী সাদিক, আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) সাবেক এমপি আজিজুল হক চৌধুরী, মর্শাল প্রতীকে জাসদের (ইনু) শাহ আলম বিশ্বাস, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির মোফাজ্জল হোসেন মোফা এবং ঈগল প্রতীকে শাহ নেওয়াজ ফিরোজ শুভ চৌধুরী।

এবার এ চার উপজেলার মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ২৫ হাজার ৯২৩ জন। এদের মধ্যে নারী ভোটার দুই লাখ ৬৩ হাজার ৫২৪ জন এবং পুরুষ ভোটার দুই লাখ ৬৩ হাজার ৩৮৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১১ জন।

খোঁজ নিয়ে জানা গেছে, এবারের নির্বাচনে দুইবারের এমপি শিবলী সাদিক ও সাবেক এমপি আজিজুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণা জমা উঠেছে। অন্য তিন প্রার্থীকে প্রচারণায় তেমন দেখা যায়নি। অনেক ভোটার চেনেন না তাদের। নিজ এলাকায় একটি করে নির্বাচনী অফিস থাকলেও অন্য উপজেলায় প্রচারণা বা অফিস নেই।

ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ এলাকার ভোটার রফিজ উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘আমাদের এ এলাকার ভোটাররা শুধু এমপি শিবলী সাদিক ও সাবেক এমপি আজিজুল হক চৌধুরীকে চেনে। শুনছি আরও নাকি তিন প্রার্থী নির্বাচনে দাঁড়িয়েছে। আমরা তাদের কখনো দেখিনি। তাদের চিনিও না।’

কলেজছাত্র আব্দুল আলিম বলেন, ‘সংসদ নির্বাচনে এবার প্রথমবারের মতো ভোট দেবো। তবে আমি ভোটার হওয়ার পর থেকে এমপি শিবলী সাদিককে চিনি। আজিজুল হক এমপিকে একবার দেখেছি। বাকি প্রার্থীদের নামও শুনি নাই।’

প্রচারণার বিষয়ে জানতে চাইলে জাসদের (ইনু) প্রার্থী শাহ আলম বিশ্বাস বলেন, ‘আমি ছোটবেলা থেকেই রাজনীতির সঙ্গে জড়িত। আমাকে এলাকার সবাই চেনেন। কয়েকদিন থেকে হাকিমপুর উপজেলায় পোস্টার লাগানোর কাজ শেষ হয়েছে। অন্য উপজেলায় দু-একদিনের মধ্যেই পোস্টার লাগানো শুরু হবে। জয়ের বিষয়ে আমি অনেক আশাবাদী।’

তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ (পাট) প্রতীকের প্রার্থী মোফাজ্জল হোসেন মোফা বলেন, ‘চার উপজেলায় প্রচার কাজ চালিয়ে যাচ্ছি। প্রতিটি উপজেলায় আমার একটি করে নির্বাচনী অফিস রয়েছে। তবে আমি নতুন মানুষ। সেজন্য অনেক ভোটারের সঙ্গে আমার পরিচয় হয়ে ওঠেনি।’

‘কোন উপজেলায় কোথায় অফিস করেছেন’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমার সহকারী বলতে পারবেন।’

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা নুজহাত তাসনীম আওন বলেন, ‘এবারের নির্বাচনে দিনাজপুর-৬ আসন থেকে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সুষ্ঠু নির্বাচনে আমরা শতভাগ আশাবাদী।’

মাহাবুর রহমান/এসআর/এমএস