ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সবাই আমাকে ‘বাংলাদেশের সালমান খান’ বলেন: জায়েদ খান

জেলা প্রতিনিধি | বরিশাল | প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ২২ ডিসেম্বর ২০২৩

আজ দুবাই যাওয়ার ফ্লাইট ছিল। সেটি বাতিল করেছি বরিশালে আসার নিমন্ত্রণে। এর একটাই কারণ, আমার বাড়ি বরিশালে। এখানে এসে মনে হয়নি যে, তারকা হিসেবে এসেছি। এটি আমার জন্মভূমি, আমার মাটির টান। আমার বাড়ি পাশেই পিরোজপুরে। এখানে এসে আনন্দ ভাগাভাগি করতে পেরেছি, সেজন্য খুব খুশি।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে বরিশালে অশ্বনী কুমার হলে ‘তোমার চোখে বাংলাদেশ’ ফটো প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এভাবেই কথাগুলো বলছিলেন চিত্রনায়ক জায়েদ খান।

অনুষ্ঠানে নাচ-গান ও ডিগবাজি দিয়ে বরিশালের দর্শকদের মন মাতান জায়েদ খান। সেখানে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা আঁচল, অভিনেত্রী আনিকা কবির শখ ও মৌসুমী হামিদ।

বরিশালের মেয়ে বিয়ে করবেন কি না এমন প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, “বরিশালের মেয়েরা অনেক সুন্দরী। বিয়ে করলেইতো আমার স্ট্যান্ডার্ড পড়ে যাবে। কয়েকদিন পরেই করি। কারণ ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই বিবাহিত, একমাত্র আমি ব্যাচেলর। আমি গর্ববোধ করি। সবাই আমাকে ‘বাংলাদেশের সালমান খান’ বলেন।”

অপর প্রশ্নের জবাবে ঢাকাই সিনেমার আলোচিত এ নায়ক বলেন, ‘আমি সবসময় বলেছি, আমার রূপের রহস্য ঠিকমতো খাওয়া-দাওয়া করা আর মানুষের ভালোবাসা। আমি নির্বাচনে যেতে চাইনি। যেতে চাইলে প্রধানমন্ত্রী আমার কথা রাখতেন। সবাই যদি নির্বাচন করেন তাহলে অভিনয় করবে কে? আগামী দুই বছর আমার হাতে বেশকিছু কাজ আছে। সেসব করতে হবে। আর কাজ করতে হলে এমপি হতে হবে, এমনও নয়।’

‘নিপুণ আক্তার ও আপনার কাজের মধ্যে পার্থক্য কী’ এমন প্রশ্নের জবাবে জায়েদ বলেন, ‘একজন বৈধ আরেকজন অবৈধ। আমি সবসময় আলোচনায় থাকি, কারণ সাংবাদিকরা ট্রেন্ডে রাখেন। আর যারা ট্রল করেন, তারা আমাকে নিয়ে আলোচনা করে আরও ওপরে পৌঁছে দেয়। আমিতো ঘোষণা দিয়েছি, যারা আমাকে ট্রল করে তাদেরকে গরু জবাই করে খাওয়াবো।’

চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান অবস্থার বিষয়ে এ অভিনেতা বলেন, ‘পদ্মা সেতু হওয়ার পরে দেখেছেন নদীতে চর পড়ে গেছে, পানি নেই। তেমনই চলচ্চিত্র শিল্পী সমিতিরও চর পড়ে গেছে। আমি বলেছিলাম, জায়েদ খান যেখানে পা দেন সেখানে আলোকিত হয়ে যায়। সেটাই আমার দায়িত্ব পালনের দুই মেয়াদে প্রমাণ করেছি।’

এদিকে তারকাদের আগমনী খবরে বিকেল থেকেই বরিশালের অশ্বিনী কুমার হলে ভিড় জমাতে থাকেন দর্শকরা। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পরে নিজ কণ্ঠে গান ও নাচে দর্শকদের মাতিয়ে তোলেন জায়েদ খান। এসময় ডিগবাজিও দিতে দেখা যায় এ নায়ককে।

শোবিজ অঙ্গনের তারকাদের বাদেও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান, বরিশাল সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব প্রমুখ।

শাওন খান/এসআর/এএসএম