টানা চারদিন মৃদু শৈত্যপ্রবাহ তেঁতুলিয়ায়
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজও দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, টানা চারদিন ধরে তেঁতুলিয়া ও আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ৯-১০ এর মধ্যে ওঠানামা করছে। এর আগে গত শনিবার সর্বনিম্ন ৯ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।
তিনি জানান, সোমবার সর্বনিম্ন ছিল ৯ দশমিক ৭। তবে দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে প্রতিদিনের মতো মঙ্গলবারও সকাল ৭টার মধ্যে সূর্যের দেখা মেলে। সকালের রোদে স্বস্তি ফেরে জনজীবনে। কুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে দুর্ভোগে পড়ছেন সকালে কাজে যোগ দেওয়া খেটে খাওয়া মানুষ।
সফিকুল আলম/আরএইচ/জেআইএম