ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জ

ট্রলারডুবির ৩ দিন পর নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৯:১৯ এএম, ১৯ ডিসেম্বর ২০২৩

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে দুর্ঘটনাস্থলের কাছে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন, জেলার সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের সদস্য হারুনুর রশিদ (৬০) ও রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার বাসিন্দা লতিফুর রহমানের ছেলে মাহফুজুর রহমান (৩৫)। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো চারজনে।

আরও পড়ুন: মুন্সিগঞ্জে ডুবে যাওয়া ট্রলার শনাক্ত, এখনো নিখোঁজ ২

চর আবদুল্লা নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাসনাত জামান বলেন, ডুবে যাওয়া ট্রলারের দুই ব্যক্তির মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী খবর দেয়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে ১৬ ডিসেম্বর সন্ধ্যায় টঙ্গীবাড়ীতে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ৪০ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যায়। দুর্ঘটনার পর অধিকাংশ সাঁতরে উঠতে পারলেও ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে দুজন নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জেআইএম