ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় নতুন টিউবওয়েল দিয়ে বের হচ্ছে গ্যাস

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৩

কুমিল্লার লাকসামে নতুন স্থাপন করা টিউবওয়েল দিয়ে গ্যাস বের হচ্ছে। তাতে দিয়াশলাইয়ের কাঠি ধরলে আগুন জ্বলছে।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার আজগরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাটার পূর্বপাড়া আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, আবুল কালামের বাড়িতে রোববার সকালে নতুন টিউবওয়েল বসানো হয়। কাজ শেষ হলে দুপুর ১২টার দিকে হঠাৎ অনর্গল পানি বের হতে থাকে। এরসঙ্গে টিউবওয়েলের মুখ দিয়ে গ্যাসও বের হয়। এসময় স্থানীয়রা দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলে দাউ দাউ করে জ্বলতে থাকে। মুহূর্তের মধ্যে এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা আবুল কালামের বাড়িতে ভিড় জমান।

কুমিল্লায় নতুন টিউবওয়েল দিয়ে বের হচ্ছে গ্যাস

বাড়ির মালিক আবুল কালাম বলেন, ‘সকাল ৮টা থেকে টিউবওয়েল বসানোর কাজ শুরু হয়। কাজ শেষ করার পর দেখি অনর্গল পানি পড়ছে। সঙ্গে গ্যাসের গন্ধ পাই। পরে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলে জ্বলতে থাকে।’

টিউবওয়েল দিয়ে গ্যাস বের হওয়া দেখতে আসা আব্দুস সালাম বলেন, ‘দুপুর থেকে অনর্গল পানি ও গ্যাস বের হচ্ছে। নিচে গ্যাসের খনি থাকতে পারে। বিশেষজ্ঞরা এ বিষয়ে ভালো বলতে পারবেন।’

এ বিষয়ে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী জাগো নিউজকে বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম