ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পানছড়িতে ইউপিডিএফের ডাকা ধর্মঘট চলছে

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৩

পার্বত্য খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে দিনব্যাপী সাধারণ ধর্মঘট চলছে।

রোববার (১৭ ডিসেম্বর) সকাল থেকে ধর্মঘটের কারণে সকাল থেকে পানছড়ির সঙ্গে খাগড়াছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে পানছড়ি বাজারে দোকানপাঠ খোলা থাকলেও অন্য এলাকায় দোকানপাঠ বন্ধ রয়েছে।

আরও পড়ুন: খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৪ ইউপিডিএফ কর্মী নিহত 

jagonews24

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম জানান, অবরোধ চলাকালে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্তক অবস্থায় রয়েছে। একই দাবিতে আগামীকাল খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ডেকেছে ইউপিডিএফ।

এর আগে গত সোমবার রাতে পানছড়ির লোগাং ইউনিয়নে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) সাবেক কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, যুব ফোরামের নেতা লিটন চাকমা ও ইউপিডিএফের সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা নিহতের ঘটনায় দিনব্যাপী হরতাল আহবান করে ইউপিডিএফ।

মুজিবুর রহমান ভুইয়া/আরএইচ/জিকেএস