মেয়রের মৃত্যু
কুমিল্লা সিটি করপোরেশনে একদিনের সাধারণ ছুটি
কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুতে একদিনের সাধারণ ছুটির ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছামছুল আলম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিটি মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুতে বৃহস্পতিবার একদিনের সাধারণ ছুটির ঘোষণা করা হয়েছে। এতে সবধরনের সেবা কার্যক্রম বন্ধ থাকবে। যথারীতি পরবর্তী কর্মদিবসে অফিস কার্যক্রম চালু থাকবে।
আরও পড়ুন: কুমিল্লার মেয়র আরফানুল হক মারা গেছেন
এর আগে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
এদিকে গত ৬ ডিসেম্বর অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় আরফানুল হক রিফাতকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুর নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে রোববার (১০ ডিসেম্বর) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
২০২২ সালে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন আরফানুল হক রিফাত।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেএস/