ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে গাঁজাসহ কারারক্ষী গ্রেফতার

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১২ ডিসেম্বর ২০২৩

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে গাঁজাসহ সোহেল রানা (২৭) নামের এক কারারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ ডিসেম্বর) রাত ১১টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার সোহেল রানা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর এলাকার হিকমত আলীর ছেলে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, ৩-৪ পোটলা গাঁজা নিয়ে কারারক্ষী সোহেল রানা কারাগারে ঢুকছিলেন। এ সময় অন্য কারারক্ষীরা তাকে আটক করে। পরে তার কাছ থেকে চার পোটলা গাঁজা পাওয়া যায়। এক পর্যায়ে ব্যারাকে থাকা তার ব্যবহৃত একটি ট্রাংক তল্লাশি করে এক কেজি গাঁজা জব্দ করা হয়। পরে কারা কর্তৃপক্ষ থানায় খবর দিলে রাত ১১টার দিকে কারাগার থেকে সোহেল রানাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, গাঁজাসহ আটক সোহেল রানাকে সাসপেন্ড করা হয়েছে। কারা বিধি আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আমিনুল ইসলাম/এএইচ/এমএস