এমপি জিন্নাহর সম্পদের পাহাড়
<> ১.৪০ থেকে ১৬৯৩.২২ শতক জমির মালিক
<> বাড়ি ভাড়ায় আয় বেড়েছে ২৩৪ গুণ
<> ১৩১ গুণ বেড়েছে কৃষি থেকে আয়
<> স্ত্রীর নগদ অর্থ ও ব্যাংক হিসাব বেড়েছে ১৪৪ গুণ
মাত্র পাঁচ বছরে কৃষিজমি বেড়েছে ১২০০ গুণ। ১৩১ গুণ বেড়েছে কৃষি থেকে আয়। বাড়ি ভাড়ায় আয় বেড়েছে ২৩৪ গুণ। পাঁচ বছর আগে স্ত্রীর নগদ অর্থ ছিল দেড় লাখ টাকা। ছিল না কোনো ব্যাংকের হিসাব। ২০২৩ সালে এসে স্ত্রীর নগদ অর্থ ও ব্যাংক হিসাব বেড়েছে ১৪৪ গুণ।
যার সম্পদের কথা বলা হচ্ছে তিনি হলেন এমপি শরিফুল ইসলাম জিন্নাহ। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তা বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় এক কোটি ৫৯ লাখ ৭৮ হাজার ১১৩ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৮৯ লাখ ২৭ হাজার ৫৫৮ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়। ২০২১ সালের ২ ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ কমিশনের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি করেন।
মামলা দুটির তদন্ত এখনো চলছে। তবে এসব মামলা মাথায় নিয়েই দ্বাদশ সংসদ নির্বাচনী জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়েছেন জিন্নাহ। একইসঙ্গে মাত্র পাঁচ বছরের মধ্যে সম্পদ বিবরণীতে তিনি দেখিয়েছেন নতুন চমক।
শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নির্বাচিত সংসদ সদস্য ও বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি। তার স্ত্রী মহসিনা আক্তার পেশায় গৃহিণী। দুজনে মিলেমিশে এভাবে সম্পদের মালিক হয়েছেন। বেড়েছে প্রার্থীর ওপর নির্ভরশীলদের আয়।
সম্পদ বিবরণীর তথ্য বলছে, পাঁচ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৩৬২ টাকার মালিক জিন্নাহ। পাঁচ বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে পাঁচগুণ। স্ত্রীর সম্পদের পাহাড়ে জমা হয়েছে দুই কোটি ৬২ লাখ ৭ হাজার ১০৩ টাকা। এরমধ্যে নগদ অর্থ ও ব্যাংক হিসাব মিলে আছে দুই কোটি ১৬ লাখ ৭০ হাজার ৩৩০ টাকা। পাঁচ বছরের ব্যবধানে স্ত্রীর ব্যাংক আমানত ও নগদ অর্থ বেড়েছে অন্তত ১৪৪ গুণ।
এবারের হলফনামায় জিন্নাহ নিজের ব্যবসায়িক পুঁজি হিসেবে নগদ ৯৭ লাখ ৯৩ হাজার ২৭৬ টাকা দেখিয়েছেন। তার স্ত্রীর নামে রয়েছে এক কোটি ২৫ লাখ ৮৭ হাজার ১৩৪ টাকা। আর তার ওপর নির্ভরশীলদের নামে দেখানো হয় ৯৩ লাখ ৫৫ হাজার ২৮২ টাকা। অথচ একাদশের হলফনামায় স্ত্রীর নামে নগদ দেখানো হয়েছিল ছিল মাত্র এক লাখ ৫০ হাজার টাকা। তারও পাঁচ বছর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তার নগদ টাকা দেখানো হয় ৫০ হাজার টাকা।
অস্থাবর সম্পদ হিসেবে ব্যাংকে জিন্নাহর জমা আছে ৭২ লাখ ৬৭ হাজার ৭৮ টাকা। তার স্ত্রীর ৬২ লাখ ৮৩ হাজার ১৯৬ এবং নির্ভরশীলের আছে এক লাখ ৭৩ হাজার ৩৫৩ টাকা।
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন শরিফুল ইসলাম জিন্নাহ। এরপর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নির্বাচিত হন। এবার কৃষিখাতে জিন্নাহর আয় দুই লাখ ৬১ হাজার ৬৩০ টাকা। অথচ দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় কৃষিখাতে আয় ছিল মাত্র দুই হাজার টাকা। বাড়ি, দোকান ভাড়া থেকে এখন আয় চার লাখ ২০ হাজার ৫০০ টাকা। তবে পাঁচ বছর আগেও এ খাতে আয় ছিল মাত্র এক হাজার ৮০০ টাকা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী হলফনামায় কৃষিখাতে প্রার্থীর ওপর নির্ভরশীলদের উপার্জন দেখানো হয় ২৪ হাজার ৭২০ টাকা। বাড়ি ভাড়া ৬০ হাজার টাকা। যদিও এ দুই খাতে আগে কোনো আয় ছিল না।
ব্যবসায়িক খাতে দশম ও একাদশ সংসদ নির্বাচনে জিন্নাহর আয় ছিল তিন লাখ ১৫ হাজার ৮০০ টাকা। এবার তার ব্যবসায়ে আয় ঘোষণা দেওয়া হয় সাত লাখ টাকা। নির্ভরশীলদের ব্যবসা থেকে আয় ১৭ লাখ ৫০ হাজার টাকা।
বছরে আয় হিসেবে ব্যাংকে জিন্নাহর আছে এক লাখ ৩৩ হাজার ৭৫৬ টাকা। নির্ভরশীলদের নামে আছে তিন লাখ ২৪ হাজার ৪৮০ টাকা। পেশাখাতে নির্ভরশীলদের আয় দেখানো হয়েছে ছয় লাখ ৭৬ হাজার টাকা। এছাড়া মেসার্স ইসলাম ইট প্রস্তুতকারক নামে তার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। চাকরি খাতে জিন্নাহর আয় ছয় লাখ ৬০ হাজার টাকা। আর সংসদ সদস্য হিসেবে বছরে সম্মানী পান ১৯ লাখ ৩৯ হাজার ৬৭৫ টাকা।
জিন্নাহর স্ত্রী মহসিনা আক্তার উপজেলার মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি। এর বাইরে তার কোনো পেশার হদিস কারও জানা নেই। তার বড় ছেলে হুসাইন শরীফ সঞ্চয় বাবার সঙ্গে ব্যবসা করেন। আর ছোট ছেলে তাজবীর শরীফ ঢাকায় থাকেন। ১০ বছর আগে স্ত্রীর ব্যাংক হিসাবে এক লাখ ৫০ হাজার টাকা থাকলেও জিন্নাহর নামে কিছু ছিল না। পাঁচ বছরের ব্যবধানে জিন্নাহর ব্যাংকে জমা হয় ৫০ লাখ ৬২ হাজার ৭৯৭ টাকা। তার পাঁচ বছর পর এবার এ খাতে বেড়েছে ২২ লাখ ৪ হাজার ২৮১ টাকা।
গত ১০ বছরে জিন্নাহ বা তার স্ত্রীর সঞ্চয়পত্র না থাকলে এবার স্ত্রী মহসিনার নামে ২৮ লাখ টাকার সঞ্চয়পত্র দেখানো হয়। এসব হিসাবের বিশ্লেষণে দেখা যায়, পাঁচ বছরের ব্যবধানে জিন্নাহর স্ত্রীর নগদ ও ব্যাংক আয় বেড়েছে ১৪৪ গুণ।
১০ বছর আগে জিন্নাহর ৭৭ হাজার টাকার একটি মোটরসাইকেল ও স্ত্রীর পাঁচ লাখ টাকার গাড়ির ছিল। একাদশে এসে মোটরসাইকেলের পাশাপাশি ৩৬ লাখ ৭৪ হাজার ৯১৯ টাকার ল্যান্ড ক্রুজার যোগ হয়। আর এবার জিন্নাহর নামে এক কোটি ১ লাখ টাকার একটি টয়োটা ল্যান্ড ক্রুজার ছাড়াও স্ত্রীর নামে ১৫ লাখ ২৫ হাজার টাকার একটি ট্রাকের কথা উল্লেখ করা হয়েছে।
পাঁচ বছর আগে অস্থাবর সম্পত্তির অন্যান্য খাতে আড়াই লাখ মূল্যের একটি পিস্তল ও মিনি রাইফেলের কথা জানিয়েছিলেন জিন্নাহ। কিন্তু দ্বাদশ নির্বাচনে এ খাতে তার অস্ত্র দুটির কথা উল্লেখ করেননি তিনি।
হলফনামার তথ্য ঘেঁটে দেখা যায়, এমপি জিন্নাহর ১ দশমিক ৪০ শতক কৃষিজমি থেকে বেড়েছে ১২০০ গুণ। বর্তমানে তিনি এক হাজার ৬৯৩ দশমিক ২২ শতক কৃষিজমির মালিক। এর মূল্য জানিয়েছেন ৪৫ লাখ ৫০ হাজার ১৫০ টাকা। পিছিয়ে নেই তার স্ত্রীও। মাত্র সাত শতকের কৃষিজমি থেকে বেড়ে এখন হয়েছে ১৫৬ দশমিক ৮ শতক। মূল্য দেখানো হয়েছে ২৭ লাখ ১১ হাজার ৮০০ টাকা।
জিন্নাহর অকৃষি জমির মূল্য দেওয়া আছে ১০ লাখ ৮৫ হাজার টাকা। স্ত্রীর অকৃষি জমি না থাকলেও তাদের নির্ভরশীলের নামে আছে ১০ লাখ ২৬ হাজার ৫০০ টাকা মূল্যের অকৃষি জমি।
এমপি জিন্নাহর নামে এক কোটি ৮৯ লাখ ৬১ হাজার ৮০০ টাকা মূল্যের দুটি দালান এবং ১৫ লাখ ৯২ হাজার ১৯৫ টাকার একটি ফ্ল্যাট আছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
হলফনামায় জিন্নাহ নিজের নামে দুটি ব্যাংক ঋণের কথা জানিয়েছেন। তার নামে মধুমতি ব্যাংক লিমিটেডের মতিঝিল শাখা থেকে পাঁচ লাখ ২৮ হাজার এবং রূপালী ব্যাংক লিমিটেডের মহাস্থানগড় শাখা থেকে ৩০ লাখ ৯০ হাজার টাকা ঋণ রয়েছে। এছাড়া অগ্রণী ব্যাংক লিমিটেডের মহাস্থানগড় শাখা থেকে নির্ভরশীলদের নামে ৪৯ লাখ ৪৭ হাজার টাকার ব্যাংক ঋণ দেখানো হয়েছে।
এসআর/এএসএম
টাইমলাইন
- ১০:০৩ পিএম, ২২ ডিসেম্বর ২০২৩ স্বামীর কাছে এক কোটি ২৯ লাখ টাকার ঋণী সেলিমা
- ০৪:৫৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৩ আয়ের চেয়ে ঋণ বেশি শংকর পালের, স্ত্রী-সন্তানদের সম্পদ নেই
- ০৭:০১ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৩ নগদ টাকা-আয় বেড়েছে জামালের, সহায় সম্পদ সবই খুইয়েছেন স্ত্রী
- ১০:০২ এএম, ১২ ডিসেম্বর ২০২৩ এমপি জিন্নাহর সম্পদের পাহাড়
- ০৮:৪৫ এএম, ১২ ডিসেম্বর ২০২৩ মঈনউদ্দিনের চেয়ে সম্পদ বেশি তার স্ত্রীর
- ০৪:৫৭ পিএম, ১১ ডিসেম্বর ২০২৩ ৫ বছরে এমপি টগরের স্ত্রীর ঢাকায় ৫ বাড়ি, মূল্য ৯ কোটি
- ০৪:২৭ পিএম, ১১ ডিসেম্বর ২০২৩ নিজের নামে ৪ ফ্ল্যাট, মূল্য জানেন না সাবেক এমপি আবু জাফর
- ০৩:৫১ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ উপহার হিসেবে দীপু মনির বার্ষিক আয় ৯০ লাখ টাকা
- ০২:১৬ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ এম এ রাজ্জাকের হলফনামা থেকে যা জানা গেলো
- ১২:৩২ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ পাপনের পরিবারে স্বর্ণালংকার ২৫০ ভরি, সব ‘উপহার’ হিসেবে পাওয়া
- ১২:০৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ ২২ লাখ থেকে সাড়ে ৪ কোটি টাকা সম্পদের মালিক ছেলুন জোয়ার্দ্দার
- ১১:৪২ এএম, ১০ ডিসেম্বর ২০২৩ আইনমন্ত্রীর আয় কমলেও নগদ টাকা বেড়েছে কয়েকগুণ
- ০৭:৪০ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৩ লাখপতি থেকে কোটিপতি হয়েছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
- ০৪:৫৬ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৩ ইলিয়াস মোল্লাহর নগদ ২ কোটি, শূন্য থেকে কোটিপতি স্ত্রী
- ১২:৪৩ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৩ ৫৩ কোটি টাকার সম্পদের মালিক এমপি আফিল
- ১২:০৬ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৩ নগদ ৯ লাখ থেকে এমপি আফজালের এখন ৪ কোটি টাকা, স্ত্রীর সোয়া কোটি
- ১১:২২ এএম, ০৯ ডিসেম্বর ২০২৩ বাড়িঘর-ফ্ল্যাট কিছুই নেই মমিনুল হকের, কমেছে আয়
- ১০:১৬ এএম, ০৯ ডিসেম্বর ২০২৩ ১০ বছরে এমপি মোস্তাফিজুরের আয় বেড়েছে ২১৭ গুণ
- ০৯:২২ এএম, ০৯ ডিসেম্বর ২০২৩ রেজাউলের নগদ টাকা কমলেও ৪ গুণ বেড়েছে ব্যাংকে, স্ত্রীর দু-ই বেড়েছে
- ০৮:৫৬ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৩ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের চেয়ে স্ত্রীর সম্পদ বেশি
- ০৭:১৫ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৩ স্বপন ভট্টাচার্যের ৫, স্ত্রীর ৩, ছেলের সম্পদ বেড়েছে ২৮ গুণ
- ০৬:১০ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৩ এমপি মোকতাদিরের আয় কমলেও বেড়েছে নগদ টাকা
- ০৪:৩২ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৩ হবিগঞ্জে আওয়ামী লীগের সবচেয়ে ‘গরিব’ প্রার্থী রুয়েল
- ১০:২২ এএম, ০৮ ডিসেম্বর ২০২৩ গণপূর্ত প্রতিমন্ত্রীর ১০ ভরি সোনার দাম ৮০ হাজার
- ১০:০১ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ স্ত্রীর কাছে নানকের দেনা ৮৮ লাখ টাকা, মেয়ে পাবেন দেড় কোটি
- ০৯:৫৭ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ স্বরাষ্ট্রমন্ত্রীর বার্ষিক আয় ৮১ লাখ, স্ত্রীর ১২ কোটি
- ০৯:৪২ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ স্ত্রীর চেয়ে সম্পদ কম নায়ক ফেরদৌসের
- ০৯:১৬ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ বাড়ি-অ্যাপার্টমেন্ট-দালান কিছুই নেই হাজী সেলিমের ছেলে সোলায়মানের
- ০৮:৩৯ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ কোটিপতি পুলিশ কর্মকর্তার স্ত্রীও কোটিপতি
- ০৭:৪৫ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামানের নামে ২২৯৯ কোটি টাকার ঋণ!
- ০৭:১৮ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ হঠাৎ এমপি হওয়া বাবলুর সম্পত্তি বেড়েছে ৭২৪ গুণ
- ০৭:১০ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ জর্জ ও তার স্ত্রীর আয়-সম্পদ দুটোই বেড়েছে
- ০৬:২৩ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ এমপি শাহদাবের সম্পদ তেমন না বাড়লেও বেড়েছে স্ত্রীর
- ০৫:৫০ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ ২৮ কোটি টাকার অস্থাবর সম্পদ বেড়েছে স্বাস্থ্যমন্ত্রীর
- ০৪:৫৪ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ ১১৮ কোটি টাকার সম্পদ রয়েছে তাজুল ইসলামের
- ০৪:০৩ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ দশ বছরে সম্পদের ‘পাহাড়’ গড়েছেন নিক্সন চৌধুরী
- ০২:৩১ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ ১৫ বছরে এমপি মজিদের আয়-সম্পদ বেড়েছে ৫৫ গুণ
- ০১:২৩ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ সম্পদে এগিয়ে ইকবাল শিক্ষায় রুমানা
- ১২:৫৪ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ তিন মেয়াদে এমপি রণজিতের আয় বেড়েছে ২৫ গুণ
- ১১:০৯ এএম, ০৭ ডিসেম্বর ২০২৩ স্ত্রীর আয়ের উৎস না থাকলেও সম্পদ বেড়েছে ২৫ গুণ
- ০৮:৩৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ নগদ টাকা ও আয় বেড়েছে তাজুল ইসলামের
- ০৮:০৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ প্রাণ গোপালের স্ত্রীর সোনার ভরি ৯৫৫ টাকা!
- ০৭:৪৪ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ ২০ বিঘা জমির দাম দুই হাজার টাকা দেখালেন এমপি মকবুল
- ০৭:১৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ ১০৩ কোটি টাকার ঋণের বোঝা হানিফের মাথায়
- ০৬:৩৯ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ আয় ও অস্থাবর সম্পত্তি কমেছে মুক্তিযুদ্ধমন্ত্রীর
- ০৬:১৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ ৩ লাখ থেকে ৪৭ কোটি নগদ টাকার মালিক মমিন, স্ত্রীর আছে ২০০ ভরি সোনা
- ০৫:৪৮ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ পাঁচ বছরে ২৪ কোটি টাকার সম্পদ বেড়েছে এমপি বাহারের
- ০২:৪৫ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ আত্মসমর্পণ করে জামিন চাইলেন সাবেক এমপি পোটনসহ ৫ জন
- ১২:৫৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৬ গুণ, ঋণ পৌনে ২ কোটি
- ১২:০০ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ নগদ ৩৫৯ টাকা থেকে এখন ৩ কোটি, স্ত্রীর শূন্য থেকে ২৫ লাখ
- ১১:২৮ এএম, ০৬ ডিসেম্বর ২০২৩ ৮৫ লাখ টাকার গাড়িতে চড়েন জিএম কাদের, স্ত্রী ৮০ লাখ টাকার জিপে
- ১০:৩০ এএম, ০৬ ডিসেম্বর ২০২৩ পাঁচ বছর আগে এমপি বাদশার বাৎসরিক আয় ছিল ৩ লাখ, এখন ৬৯ লাখ
- ০৯:৪৪ এএম, ০৬ ডিসেম্বর ২০২৩ সম্পদ বেড়েছে মমতাজের, কমেছে ঋণ
- ০৮:০০ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩ পাঁচ বছরে ‘ধনকুবের’ বনে গেছেন প্রতিমন্ত্রী শামীম
- ০৭:৫০ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩ স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের আয় বেড়েছে ৮ গুণ
- ০৭:৩৪ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩ ১০ বছরে অবিশ্বাস্য সম্পদ বেড়েছে ইনুর স্ত্রীর
- ০৬:৪৪ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩ পাঁচ বছরে ১০ গুণেরও বেশি সম্পদ বেড়েছে হাসানাতের
- ০১:১৫ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩ ৩০ ভরি স্বর্ণালংকারের মালিক নিজাম হাজারী, স্ত্রী ১০০ ভরির
- ১২:৪৬ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩ ১ কোটি ৩৩ লাখ টাকার ঋণ আছে গিয়াস উদ্দিনের
- ১২:২৩ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩ সমাজকল্যাণ মন্ত্রীর ৫ বছরে আয় কমেছে দুই লাখ টাকা
- ১১:১৫ এএম, ০৫ ডিসেম্বর ২০২৩ স্ত্রীর চেয়ে সম্পদ কম জাপা প্রার্থী মাসুদ উদ্দিনের
- ০৯:৪১ এএম, ০৫ ডিসেম্বর ২০২৩ বীরেন শিকদারের বার্ষিক আয় ৯৫ লাখ, আসবাবপত্র মাত্র ৩০ হাজার টাকার
- ০৯:১৩ এএম, ০৫ ডিসেম্বর ২০২৩ ৭ কোটি টাকার মালিক আ’লীগ নেতা দারা, স্ত্রীর নামে ৪ কোটি
- ০৮:৫৩ এএম, ০৫ ডিসেম্বর ২০২৩ সোয়া কোটি টাকা ঋণ কেয়ার
- ০৮:৩৮ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩ আয় কমেছে মাশরাফির, ব্যাংকে ঋণ ৮৯ লাখ
- ০৭:৪৮ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩ প্রায় দেড় হাজার কোটি টাকার সম্পদ পাটমন্ত্রীর
- ০৬:৪১ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩ সাকিবের বার্ষিক আয় সাড়ে ৫ কোটি টাকা, ব্যাংকে ঋণ ৩২ কোটি
- ০৬:১০ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩ ৯ বছরে এমপি আয়েন উদ্দিনের জমি বেড়েছে ৭৫ বিঘা
- ০৪:৫৩ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩ শামীম ওসমানের সম্পদের বিষয়ে যা জানা গেলো
- ০৪:১৬ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩ আ’লীগ প্রার্থীর স্ত্রীর আয় না থাকলেও রয়েছে ৪ কোটি টাকার সম্পদ
- ০৩:৩২ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩ ৫ বছরে মাত্র ১৩ হাজার টাকা আয় বেড়েছে এমপি খোকার
- ১০:০৬ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৩ ১৫ বছরে হুইপ সামশুল হকের আয় বেড়েছে ৩০ গুণ, সম্পদ অঢেল
- ০৭:৪৮ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৩ ৫ বছরে কোটি টাকার বাড়ি শিক্ষা উপমন্ত্রীর, ঋণ বেড়েছে ১০ গুণ
- ০৬:৫২ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৩ অস্থাবর সম্পত্তি-ভূমি বেড়েছে ভূমিমন্ত্রীর
- ০৫:৩২ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৩ ঋণ বেড়েছে তথ্যমন্ত্রীর, আয় কমে ব্যবসার শেয়ার বেড়েছে স্ত্রীর