ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রার্থিতা ফিরে পেলেন সুমনা আক্তার

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০৫:০৯ পিএম, ১১ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ আসনে (বদরগঞ্জ-তারাগঞ্জ) প্রার্থিতা ফিরে পেয়েছেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সুমনা আক্তার লিলি।

সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল আবেদনের ওপর শুনানি শুরু করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। শুনানি শেষে সুমনা আক্তারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

মনোনয়ন বৈধতার বিষয়টি নিশ্চিত করে সুমনা আক্তার লিলি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থীদের ওপেন করে দেওয়ায় আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। বাকিটুকু আল্লাহর ইচ্ছা।’

তিনি আরও বলেন, আমার বিশ্বাস রংপুর-২ আসনের মানুষ আর ভুল করবে না। ৭ জানুয়ারি ভোটাররা তাদের কাঙ্ক্ষিত রায় দেবেন।

রংপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক। অন্যরা হলেন জাতীয় পার্টির আনিছুল ইসলাম মণ্ডল, জাকের পার্টির আশরাফ উজ জামান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) জিল্লুর রহমান এবং স্বতন্ত্র বিশ্বনাথ সরকার বিটু ও সুমনা আক্তার লিলি।

জিতু কবীর/এসআর/এমএস