ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মসলার ওজন বাড়াতে ইটের গুঁড়া, কারখানা সিলগালা

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১১ ডিসেম্বর ২০২৩

সিরাজগঞ্জে হলুদ, মরিচসহ বিভিন্ন গুঁড়া মসলার পরিমাণ বাড়াতে মেশানো হচ্ছিল ইট, কাঠ ও চালের গুঁড়া। এমন অভিযোগের পেরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে কারখানা সিলগালা ও ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ শহরের শহীদগঞ্জ এলাকার রায় মসলা কারখানায় এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।

jagonews24

হাসান-আল-মারুফ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, ইট, কাঠ ও চালের গুঁড়া মিশ্রণ করে বিভিন্ন গুঁড়া মসলা তৈরির অপরাধে রায় মসলা কারখানাটি সাময়িকভাবে সিলগালা ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

এম এ মালেক/এফএ/এমএস