বরিশালে এইচএসসি পরীক্ষার্থী ৬২ হাজার ৪৮১ জন
আজ শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে ৩১৫টি কলেজ থেকে এ বছর ৬২ হাজার ৪৮১ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা রয়েছে।
এদের মধ্যে ৩২ হাজার ৬৭৯ জন ছাত্র এবং ২৯ হাজার ৮০৩ জন ছাত্রী। মোট পরীক্ষার্থীর মধ্যে ৪৮ হাজার ২৫৮ জন নিয়মিত ১৩ হাজার ৯৭৭ জন অনিয়মিত। ২১১ জন জিপিএ উন্নয়ন এবং ৩৫ জন প্রাইভেট পরীক্ষার্থী রয়েছে। ৬ জেলায় মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ১০৯টি।
বরিশাল জেলায় ৩৯ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২২ হাজার ৫০৪ জন। ঝালকাঠীতে ১১ কেন্দ্রে পরীক্ষার্থী ৫ হাজার ১৯৬ জন, পিরোজপুরে ১৬ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৮ হাজার ৬০৬ জন, বরগুনায় ১১ কেন্দ্রে পরীক্ষার্থী ৬ হাজার ৬৩৭ জন, পটুয়াখালীতে ১৮ কেন্দ্রে পরীক্ষার্থী ১১ হাজার ৪১৯ জন এবং ভোলা জেলায় ১৪ কেন্দ্রে পরীক্ষার্থী ৮ হাজার ১১৯ জন।
মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ৮৮২ জন, বিজ্ঞানে ৯ হাজার ৫৭৩ জন এবং বাণিজ্য বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ২৬ জন।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জিয়াউল হক বলেন, মানসম্পন্ন পরিচ্ছন্ন একটি পরীক্ষা নেয়ার জন্য সব ধরনের প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছি। ভারপ্রাপ্ত কর্মকর্তারাও কথা দিয়েছেন শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য মানসম্পন্ন পরীক্ষা উপহার দেবেন। কেন্দ্রে যারা দায়িত্ব পালন করবেন তাদের সহযোগিতা করার জন্য ৫০টি টিম গঠন করা হয়েছে।
বোর্ড চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জিয়াউল হক প্রশ্ন ফাঁস নিয়ে কোন ধরনের গুজবে কান না দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সাইফ আমীন/এসএস/এমএস