মিরসরাই
টানা বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা, পাকা আমনের ক্ষতির শঙ্কা
চট্টগ্রামের মিরসরাইয়ে টানা বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে আবহাওয়া মেঘলা থাকলেও বিকেলে মুশলধারে বৃষ্টিতে মানুষের দুর্ভোগ বেড়ে যায়। জমিতে পাকা আমনের ক্ষতির আশংকা করছেন কৃষকেরা।
সরেজমিনে দেখা গেছে, হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় মানুষ বৃষ্টিতে ভিজতে থাকে। অনেকে বৃষ্টির কারণে ছাতা না থাকায় আটকে পড়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বেচাকেনা কমে গেছে। রাস্তায় গাড়ি চলাচলও কম করছে।
মিরসরাই বাসস্ট্যান্ড দাঁড়িয়ে থাকা শাহাদাত হোসেন বলেন, মেয়েকে নিয়ে প্রায় ১ ঘণ্টা অপেক্ষা করছি। বাড়ি থেকে ছাতা নিয়ে বের না হওয়ায় এখন বৃষ্টির কারণে বাড়ি যেতে পারছি না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকায় মেয়েও বিরক্ত হচ্ছে।
মুদি দোকানি শামসুল আলম বলেন, অবরোধ ও মেঘলা আকাশের কারণে লোকজন কম ছিল। বিকেলে বৃষ্টি আসার পর থেকে বেচাকেনা নেই বললে চলে।
ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার কৃষক আব্দুল হান্নান বলেন, জমিতে আমন ধান পেকেছে। কিন্তু সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে গত কয়েকদিন ধান কাটতে পারিনি। আশংকা যা করছিলাম তাই হয়েছে। বৃষ্টিতে ধানগুলো নষ্ট হয়ে যেতে পারে।
মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, বৃষ্টিতে জমিতে পড়ে যাওয়া আমনের ক্ষতি হবে। উপজেলায় সরিষা আবাদ আরও পিছিয়ে গেছে। আমাদের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কায় রয়েছি।
এম মাঈন উদ্দিন/আরএইচ/জিকেএস