কোটিপতি পুলিশ কর্মকর্তার স্ত্রীও কোটিপতি
পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) হামিদুল আলম মিলনের স্ত্রী শাহাজাদী আলম লিপি। বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসন থেকে নৌকার মনোনয়ন না পেয়ে প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। শুরু থেকেই নানা কারণে আলোচনায় ছিলেন এ প্রার্থী। পুলিশের কর্মকর্তার স্ত্রী হওয়ায় বিভিন্ন সময় প্রচারণা চলাকালে বড়াই করে বলতেন, একটি জেলার সবগুলো এমপি তার পকেটে থাকে। তাই এমপি পদের লোভে নয়, তিনি রাজনীতিতে আসতে চান জনগণের সেবা করতে।
তার এ বক্তেব্যের ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। নির্বাচনের আগেই ঢাকঢোল পিটিয়ে শত শত গাড়ি, মোটরসাইকেল নিয়ে প্রচারণা চালান। সেই প্রার্থী তার ঘোষিত হলফনামাতেও নিজেকে ‘ব্যবসায়ী’ হিসেবে উল্লেখ করেছেন।
লিপির স্বামী বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত। তথ্য অনুসারে কোটিপতি স্ত্রীর পাশাপাশি তিনিও এখন তিন কোটি ৫৬ লাখ ২৪ হাজার ৭১৯ টাকা সম্পদের মালিক।
এইচএসসি পাস লিপি হলফনামায় পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন। নদীভাঙন সারিয়াকান্দি হাটশেরপুর এলাকার বাসিন্দা লিপির ব্যবসাপ্রতিষ্ঠানের নাম ‘মেধা এন্টারপ্রাইজ’।
হলফনামায় আয়ের উৎস হিসেবে কৃষিখাত থেকে বছরে ৫০ হাজার ২০০ টাকা পান বলে উল্লেখ করেছেন লিপি। তার স্বামীর কৃষিখাত থেকে আয় হয় চার লাখ ৫৮ হাজার ২০০ টাকা। লিপি বাড়িভাড়া পান তিন লাখ ৬০ হাজার টাকা। স্বামী পান ছয় লাখ ১ হাজার ২০০ টাকা। আর স্বামীর চাকরি থেকে বছরে আয় হয় ৯ লাখ ৩৫ হাজার ৭৬০ টাকা। অন্যান্য খাতে স্বামীর কোনো আয় না থাকলেও স্ত্রী লিপি আয় করেন ৫৭ হাজার ৯৬৬ টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে লিপির নগদ টাকা রয়েছে ২৮ লাখ ৪৮ হাজার ৯০৫ টাকা। তার স্বামীর কাছে নগদ আছে দুই কোটি ১৩ লাখ ৮৯ হাজার ৩০৯ টাকা। লিপির স্বামী পুলিশ কর্মকর্তা মিলনের ব্যাংকে ৪১ হাজার ৯১৭ টাকা থাকলেও লিপির ব্যাংকে রয়েছে ১২ লাখ ৫৩ হাজার ৯০৫ টাকা।
হলফনামা অনুযায়ী লিপির চেয়ে তার স্বামীর বেশি অলংকার রয়েছে। লিপির ১০ তোলা অলংকার থাকলেও স্বামী মিলনের রয়েছে ৫০ তোলা। ইলেকট্রনিকস সামগ্রী রয়েছে ৩০ হাজার টাকার। তার স্বামীর রয়েছে এক লাখ ৪ হাজার টাকার। ২০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে লিপির। তার স্বামীর রয়েছে এক লাখ ৩৫ হাজার টাকার আসবাবপত্র।
কমিশনে জমা দেওয়া হলফনামায় উল্লেখ করা হয়েছে, লিপির ২৫৯ দশমিক ৬৯ শতক জমি রয়েছে। যার দাম ৪৪ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা। তার স্বামীর কৃষিজমি রয়েছে ১২১৪ শতক (১২ একরের বেশি)। এ জমির দাম দেখানো হয়েছে মাত্র চার লাখ টাকা।
এছাড়া ১০১ দশমিক ৫৭ শতক অকৃষি জমির মালিক লিপি। যার দাম ২৬ লাখ ১০ হাজার ২৪০ টাকা। তার স্বামী মিলনের ২৫২ দশমিক ৫৩৬ শতক জমি রয়েছে। এরমূল্য এক কোটি ১৫ লাখ ৫৯ হাজার ২৮০ টাকা।
স্থাবর সম্পদের ক্ষেত্রে শাহাজাদী লিপির একটি পাঁচতলা দালান রয়েছে। এটি হেবা সূত্রে (বিনামূল্যে দান সূত্রে পাওয়া) পাওয়া বলে উল্লেখ করেছেন। আছে নির্মাণাধীন আরও একটি বাড়ি। রয়েছে তিনটি দোকান। লিপির স্বামীর রয়েছে একটি পাঁচতলা দালান, একটি আধাপাকা বাড়ি। তবে এগুলো হেবা বা দান সূত্রে বলে উল্লেখ করা হয়েছে। এ কারণে কোনো মূল্য উল্লেখ করা হয়নি।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনটি আওয়ামী লীগের দখলে ছিল পাঁচবার। বিএনপিরও পাঁচবার সংসদ সদস্য ছিল। জাতীয় পার্টি ক্ষমতায় এসেছিল একবার। এবারও নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। যে কারণে আওয়ামী লীগের জন্য এ আসনটি উর্বর এলাকা হিসেবে দেখা হচ্ছে। মনোনয়ন দৌড়ে সে কারণে এ আসনে হেভিওয়েট বেশ কয়েকজন নেতা সুযোগ নিতে চেয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য সাহাদারা মান্নানকেই বেছে নেয় মনোনয়ন বোর্ড। যে কারণে অন্যরা নির্বাচনী মাঠ থেকে সরে গেলেও লিপি হয়ে যান স্বতন্ত্র প্রার্থী। তিনি ছাড়াও বিএনপির সাবেক নেতা শোকরানাসহ ১১ জন দ্বাদশ নির্বাচনে এ আসনে অংশ নিচ্ছেন।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি বলেন, ‘আমি ব্যবসা করি। ব্যবসা থেকে কোটিপতি হয়েছি। আর এলাকায় বেশ আগে থেকেই প্রচারণা চালাই, এই তথ্যটিও সত্য। তবে এলাকার মানুষ ভালোবেসে এসব প্রচারণার টাকা খরচ করে। আমাদের কোনো টাকা খরচ করতে হয় না।’
এসআর/জেআইএম
টাইমলাইন
- ১০:০৩ পিএম, ২২ ডিসেম্বর ২০২৩ স্বামীর কাছে এক কোটি ২৯ লাখ টাকার ঋণী সেলিমা
- ০৪:৫৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৩ আয়ের চেয়ে ঋণ বেশি শংকর পালের, স্ত্রী-সন্তানদের সম্পদ নেই
- ০৭:০১ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৩ নগদ টাকা-আয় বেড়েছে জামালের, সহায় সম্পদ সবই খুইয়েছেন স্ত্রী
- ১০:০২ এএম, ১২ ডিসেম্বর ২০২৩ এমপি জিন্নাহর সম্পদের পাহাড়
- ০৮:৪৫ এএম, ১২ ডিসেম্বর ২০২৩ মঈনউদ্দিনের চেয়ে সম্পদ বেশি তার স্ত্রীর
- ০৪:৫৭ পিএম, ১১ ডিসেম্বর ২০২৩ ৫ বছরে এমপি টগরের স্ত্রীর ঢাকায় ৫ বাড়ি, মূল্য ৯ কোটি
- ০৪:২৭ পিএম, ১১ ডিসেম্বর ২০২৩ নিজের নামে ৪ ফ্ল্যাট, মূল্য জানেন না সাবেক এমপি আবু জাফর
- ০৩:৫১ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ উপহার হিসেবে দীপু মনির বার্ষিক আয় ৯০ লাখ টাকা
- ০২:১৬ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ এম এ রাজ্জাকের হলফনামা থেকে যা জানা গেলো
- ১২:৩২ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ পাপনের পরিবারে স্বর্ণালংকার ২৫০ ভরি, সব ‘উপহার’ হিসেবে পাওয়া
- ১২:০৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ ২২ লাখ থেকে সাড়ে ৪ কোটি টাকা সম্পদের মালিক ছেলুন জোয়ার্দ্দার
- ১১:৪২ এএম, ১০ ডিসেম্বর ২০২৩ আইনমন্ত্রীর আয় কমলেও নগদ টাকা বেড়েছে কয়েকগুণ
- ০৭:৪০ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৩ লাখপতি থেকে কোটিপতি হয়েছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
- ০৪:৫৬ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৩ ইলিয়াস মোল্লাহর নগদ ২ কোটি, শূন্য থেকে কোটিপতি স্ত্রী
- ১২:৪৩ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৩ ৫৩ কোটি টাকার সম্পদের মালিক এমপি আফিল
- ১২:০৬ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৩ নগদ ৯ লাখ থেকে এমপি আফজালের এখন ৪ কোটি টাকা, স্ত্রীর সোয়া কোটি
- ১১:২২ এএম, ০৯ ডিসেম্বর ২০২৩ বাড়িঘর-ফ্ল্যাট কিছুই নেই মমিনুল হকের, কমেছে আয়
- ১০:১৬ এএম, ০৯ ডিসেম্বর ২০২৩ ১০ বছরে এমপি মোস্তাফিজুরের আয় বেড়েছে ২১৭ গুণ
- ০৯:২২ এএম, ০৯ ডিসেম্বর ২০২৩ রেজাউলের নগদ টাকা কমলেও ৪ গুণ বেড়েছে ব্যাংকে, স্ত্রীর দু-ই বেড়েছে
- ০৮:৫৬ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৩ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের চেয়ে স্ত্রীর সম্পদ বেশি
- ০৭:১৫ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৩ স্বপন ভট্টাচার্যের ৫, স্ত্রীর ৩, ছেলের সম্পদ বেড়েছে ২৮ গুণ
- ০৬:১০ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৩ এমপি মোকতাদিরের আয় কমলেও বেড়েছে নগদ টাকা
- ০৪:৩২ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৩ হবিগঞ্জে আওয়ামী লীগের সবচেয়ে ‘গরিব’ প্রার্থী রুয়েল
- ১০:২২ এএম, ০৮ ডিসেম্বর ২০২৩ গণপূর্ত প্রতিমন্ত্রীর ১০ ভরি সোনার দাম ৮০ হাজার
- ১০:০১ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ স্ত্রীর কাছে নানকের দেনা ৮৮ লাখ টাকা, মেয়ে পাবেন দেড় কোটি
- ০৯:৫৭ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ স্বরাষ্ট্রমন্ত্রীর বার্ষিক আয় ৮১ লাখ, স্ত্রীর ১২ কোটি
- ০৯:৪২ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ স্ত্রীর চেয়ে সম্পদ কম নায়ক ফেরদৌসের
- ০৯:১৬ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ বাড়ি-অ্যাপার্টমেন্ট-দালান কিছুই নেই হাজী সেলিমের ছেলে সোলায়মানের
- ০৮:৩৯ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ কোটিপতি পুলিশ কর্মকর্তার স্ত্রীও কোটিপতি
- ০৭:৪৫ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামানের নামে ২২৯৯ কোটি টাকার ঋণ!
- ০৭:১৮ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ হঠাৎ এমপি হওয়া বাবলুর সম্পত্তি বেড়েছে ৭২৪ গুণ
- ০৭:১০ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ জর্জ ও তার স্ত্রীর আয়-সম্পদ দুটোই বেড়েছে
- ০৬:২৩ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ এমপি শাহদাবের সম্পদ তেমন না বাড়লেও বেড়েছে স্ত্রীর
- ০৫:৫০ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ ২৮ কোটি টাকার অস্থাবর সম্পদ বেড়েছে স্বাস্থ্যমন্ত্রীর
- ০৪:৫৪ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ ১১৮ কোটি টাকার সম্পদ রয়েছে তাজুল ইসলামের
- ০৪:০৩ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ দশ বছরে সম্পদের ‘পাহাড়’ গড়েছেন নিক্সন চৌধুরী
- ০২:৩১ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ ১৫ বছরে এমপি মজিদের আয়-সম্পদ বেড়েছে ৫৫ গুণ
- ০১:২৩ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ সম্পদে এগিয়ে ইকবাল শিক্ষায় রুমানা
- ১২:৫৪ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ তিন মেয়াদে এমপি রণজিতের আয় বেড়েছে ২৫ গুণ
- ১১:০৯ এএম, ০৭ ডিসেম্বর ২০২৩ স্ত্রীর আয়ের উৎস না থাকলেও সম্পদ বেড়েছে ২৫ গুণ
- ০৮:৩৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ নগদ টাকা ও আয় বেড়েছে তাজুল ইসলামের
- ০৮:০৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ প্রাণ গোপালের স্ত্রীর সোনার ভরি ৯৫৫ টাকা!
- ০৭:৪৪ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ ২০ বিঘা জমির দাম দুই হাজার টাকা দেখালেন এমপি মকবুল
- ০৭:১৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ ১০৩ কোটি টাকার ঋণের বোঝা হানিফের মাথায়
- ০৬:৩৯ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ আয় ও অস্থাবর সম্পত্তি কমেছে মুক্তিযুদ্ধমন্ত্রীর
- ০৬:১৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ ৩ লাখ থেকে ৪৭ কোটি নগদ টাকার মালিক মমিন, স্ত্রীর আছে ২০০ ভরি সোনা
- ০৫:৪৮ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ পাঁচ বছরে ২৪ কোটি টাকার সম্পদ বেড়েছে এমপি বাহারের
- ০২:৪৫ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ আত্মসমর্পণ করে জামিন চাইলেন সাবেক এমপি পোটনসহ ৫ জন
- ১২:৫৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৬ গুণ, ঋণ পৌনে ২ কোটি
- ১২:০০ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ নগদ ৩৫৯ টাকা থেকে এখন ৩ কোটি, স্ত্রীর শূন্য থেকে ২৫ লাখ
- ১১:২৮ এএম, ০৬ ডিসেম্বর ২০২৩ ৮৫ লাখ টাকার গাড়িতে চড়েন জিএম কাদের, স্ত্রী ৮০ লাখ টাকার জিপে
- ১০:৩০ এএম, ০৬ ডিসেম্বর ২০২৩ পাঁচ বছর আগে এমপি বাদশার বাৎসরিক আয় ছিল ৩ লাখ, এখন ৬৯ লাখ
- ০৯:৪৪ এএম, ০৬ ডিসেম্বর ২০২৩ সম্পদ বেড়েছে মমতাজের, কমেছে ঋণ
- ০৮:০০ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩ পাঁচ বছরে ‘ধনকুবের’ বনে গেছেন প্রতিমন্ত্রী শামীম
- ০৭:৫০ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩ স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের আয় বেড়েছে ৮ গুণ
- ০৭:৩৪ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩ ১০ বছরে অবিশ্বাস্য সম্পদ বেড়েছে ইনুর স্ত্রীর
- ০৬:৪৪ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩ পাঁচ বছরে ১০ গুণেরও বেশি সম্পদ বেড়েছে হাসানাতের
- ০১:১৫ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩ ৩০ ভরি স্বর্ণালংকারের মালিক নিজাম হাজারী, স্ত্রী ১০০ ভরির
- ১২:৪৬ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩ ১ কোটি ৩৩ লাখ টাকার ঋণ আছে গিয়াস উদ্দিনের
- ১২:২৩ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩ সমাজকল্যাণ মন্ত্রীর ৫ বছরে আয় কমেছে দুই লাখ টাকা
- ১১:১৫ এএম, ০৫ ডিসেম্বর ২০২৩ স্ত্রীর চেয়ে সম্পদ কম জাপা প্রার্থী মাসুদ উদ্দিনের
- ০৯:৪১ এএম, ০৫ ডিসেম্বর ২০২৩ বীরেন শিকদারের বার্ষিক আয় ৯৫ লাখ, আসবাবপত্র মাত্র ৩০ হাজার টাকার
- ০৯:১৩ এএম, ০৫ ডিসেম্বর ২০২৩ ৭ কোটি টাকার মালিক আ’লীগ নেতা দারা, স্ত্রীর নামে ৪ কোটি
- ০৮:৫৩ এএম, ০৫ ডিসেম্বর ২০২৩ সোয়া কোটি টাকা ঋণ কেয়ার
- ০৮:৩৮ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩ আয় কমেছে মাশরাফির, ব্যাংকে ঋণ ৮৯ লাখ
- ০৭:৪৮ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩ প্রায় দেড় হাজার কোটি টাকার সম্পদ পাটমন্ত্রীর
- ০৬:৪১ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩ সাকিবের বার্ষিক আয় সাড়ে ৫ কোটি টাকা, ব্যাংকে ঋণ ৩২ কোটি
- ০৬:১০ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩ ৯ বছরে এমপি আয়েন উদ্দিনের জমি বেড়েছে ৭৫ বিঘা
- ০৪:৫৩ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩ শামীম ওসমানের সম্পদের বিষয়ে যা জানা গেলো
- ০৪:১৬ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩ আ’লীগ প্রার্থীর স্ত্রীর আয় না থাকলেও রয়েছে ৪ কোটি টাকার সম্পদ
- ০৩:৩২ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩ ৫ বছরে মাত্র ১৩ হাজার টাকা আয় বেড়েছে এমপি খোকার
- ১০:০৬ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৩ ১৫ বছরে হুইপ সামশুল হকের আয় বেড়েছে ৩০ গুণ, সম্পদ অঢেল
- ০৭:৪৮ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৩ ৫ বছরে কোটি টাকার বাড়ি শিক্ষা উপমন্ত্রীর, ঋণ বেড়েছে ১০ গুণ
- ০৬:৫২ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৩ অস্থাবর সম্পত্তি-ভূমি বেড়েছে ভূমিমন্ত্রীর
- ০৫:৩২ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৩ ঋণ বেড়েছে তথ্যমন্ত্রীর, আয় কমে ব্যবসার শেয়ার বেড়েছে স্ত্রীর