ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাসচাপায় সাবেক শিক্ষার্থী নিহত

সেলফি পরিবহনের ২৫ বাস আটকে রেখেছে জাবি শিক্ষার্থীরা

উপজেলা প্রতিনিধি | সাভার (ঢাকা) | প্রকাশিত: ০৫:০৪ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩

ধামরাইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রুবেল পারভেজ বাসচাপায় নিহতের ঘটনায় সেলফি পরিবহনের ২৫ বাস আটক করেছে জাবি শিক্ষার্থীরা। তিনি ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ছিলেন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ বাস আটক করা হয়।

জানা যায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা স্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা তিন পথচারীকে চাপা দেয় সেলফি পরিবহনের একটি বাস। এতে দুজন নিহত হন। তাদের মধ্যে মো. রুবেল পারভেজ একজন। খরবটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বাস আটকাতে শুরু করে।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রুবেল পারভেজকে চাপা দিয়ে হত্যা করেছে সেলফি পরিবহনের বাস। এই পরিবহনের বাস নিয়ন্ত্রণহীন মহাসড়কে চলাচল করে। প্রতিনিয়ত দুর্ঘটনায় মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে তাজা প্রাণ। আমরা এই মৃত্যুর মিছিল বন্ধ করতে চাই। পরিবহন কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত সেলফি পরিবহনের বাস সড়কে চলাচল করতে দেওয়া হবে না।

আটক সেলফি পরিবহনের বাসের চালক নুরুল হক বলেন, সকালে একটি বাস দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বাস আটকানোর পর আমরা বিষয়টি শুনেছি। দুর্ঘটনা ঘটিয়েছে সেলফি পরিবহনের অন্য বাস। কিন্তু আমাদের যে বাসই পাচ্ছে সেই বাসই শিক্ষার্থীরা আটকে রাখছে। যাত্রীদের সবাইকে নামিয়ে দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে সেলফি পরিবহনের পরিচারক রফিকুল ইসলাম রফিক বলেন, আমরা বাস আটকানোর বিষয়টি শুনেছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। দুর্ঘটনা রোধে আমরা সাত দিন পরপর মিটিং করি। চালকদের নানাভাবে শাস্তির আওতায় আনা হয়। কিন্তু চালকরা গাড়িতে উঠলেই সব ভুলে যায়। মাইক দিয়ে প্রতিদিন সবাইকে সতর্ক করা হলেও নিয়ন্ত্রণে আসছে না।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হাসান বলেন, শিক্ষার্থীরা সেলফি পরিবহনের বাস আটক করেছে। তাদের সঙ্গে কথা বলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আলোচনার পর বলা যাবে।

মাহফুজুর রহমান নিপু/এএইচ/জেআইএম