ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাঁচ বছর আগে এমপি বাদশার বাৎসরিক আয় ছিল ৩ লাখ, এখন ৬৯ লাখ

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ১০:৩০ এএম, ০৬ ডিসেম্বর ২০২৩

বিগত পাঁচ বছরে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আ কা ম সরোয়ার জাহান বাদশার ২৩ গুণ বেড়েছে বাৎসরিক আয়। মোট সম্পদের পরিমাণ বেড়েছে ৭ দশমিক ৭৯ গুণ। আর তার স্ত্রীর সম্পদ অস্বাভাবিক হারে বেড়েছে।

একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল আ. কা. ম. সরোয়ার জাহান বাদশার হলফনামা থেকে এসব তথ্য উঠে এসেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী হলফনামায় আ কা ম সরোয়ার জাহান বাদশা তার বাৎসরিক আয় ৬৯ লাখ ১ হাজার ৭৫৪ টাকা দেখিয়েছেন। আয়ের উৎস হিসেবে কৃষি খাত থেকে বছরের আয় দেখানো হয়েছে ৪৯ হাজার ৫৮০ টাকা, ব্যবসা থেকে বছরে তার আয় ৩৬ লাখ ৪৫ হাজার ৪৪৭ টাকা, আইন পেশা থেকে প্রতি বছর তিনি ৭ লাখ ২০ হাজার টাকা আয় করেন।

এছাড়া ভাতা থেকে তিনি ৬ লাখ ৬০ হাজার টাকা এবং অন্য খাতে ১৮ লাখ ২৬ হাজার ৭২৭ টাকা প্রতি বছর আয় করেন।

এছাড়া সরোয়ার জাহান বাদশা ও তার স্ত্রীর ৪ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ৫৬৭ টাকার সম্পত্তি আছে। যার মধ্যে সরোয়ার জাহান বাদশার নিজের ৩ কোটি ৬৯ লাখ ৯৩ হাজার ৪২৮ টাকার সম্পত্তি এবং তার স্ত্রীর ১ কোটি ১৩ লাখ ৫২ হাজার ১৩৯ টাকা মূল্যের সম্পত্তি।

সরোয়ার জাহান বাদশার ৩ কোটি ৬৯ লাখ ৯৩ হাজার ৪২৮ টাকার সম্পত্তির মধ্যে আছে নগদ ৩১ লাখ ৫২ হাজার ৮৩০ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা অর্থের পরিমাণ ২৭ লাখ ৫২ হাজার ২৬৬ টাকা, তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শেয়ার কিনেছেন ১ লাখ ৬৬ হাজার ৬০০ টাকা, নিজের নামে কেনা দুটি গাড়ির মূল্য ১ কোটি ২৫ লাখ ২৮ হাজার ৩৬০ টাকা, ইলেকট্রনিক সামগ্রীর বিস্তারিত বিবরণ না দিলেও দেখিয়েছেন ২ লাখ ৫০ হাজার টাকা।

ব্যবহৃত আসবাবপত্রের বিস্তারিত বিবরণ না দিলেও তার মূল্য দেখিয়েছেন আরও আড়াই লাখ টাকা, কৃষি জমির পরিমাণ উল্লেখ না করলেও অর্জনকালে মূল্য দেখিয়েছেন ৫ লাখ ৪০ হাজার ২০০ টাকা, অকৃষি জমির পরিমাণ উল্লেখ না করলেও অর্জনকালে মূল্য দেখিয়েছেন ১৭ লাখ ৭৩ হাজার ৪০০ টাকা এবং নিজ মালিকানাধীন একটি গরুর খামারের মূল্য দেখিয়েছেন ১ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার ৭৭২ টাকা।

বাদশার স্ত্রীর ১ কোটি ১৩ লাখ ৫২ হাজার ১৩৯ টাকার সম্পত্তির মধ্যে আছে নগদ ৮ লাখ ৪৬ হাজার ৯০৭ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা অর্থের পরিমাণ ২ লাখ ৩১ হাজার ৯৩৯ টাকা, তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শেয়ার কেনেন ৩ লাখ টাকার, নিজের নামে কেনা একটি গাড়ির মূল্য ধরেছেন ১৫ লাখ ৫০ হাজার টাকা, ইলেকট্রনিক সামগ্রীর বিস্তারিত বিবরণ না দিলেও ইলেকট্রনিক সামগ্রী বাবদ দেখিয়েছেন ৪০ হাজার টাকা, ব্যবহৃত আসবাবপত্রের বিস্তারিত বিবরণ না দিলেও তার মূল্য দেখিয়েছেন আরও ৬০ হাজার টাকা, কৃষি জমির পরিমাণ উল্লেখ না করলেও অর্জনকালে মূল্য দেখিয়েছেন ২ লাখ ৮৫ হাজার টাকা, অকৃষি জমির পরিমাণ উল্লেখ না করলেও অর্জনকালে মূল্য দেখিয়েছেন ৫ লাখ ৬২ হাজার ৬০০ টাকা, কোনো স্থান উল্লেখ ছাড়া ও বিস্তারিত বিবরণ ছাড়া একটি বাড়ির মূল্য দেখিয়েছেন ৬১ লাখ ৪২ হাজার ৪৩৮ টাকা এবং নিজ মালিকানাধীন ১টি মৎস্য খামারের মূল্য দেখিয়েছেন ১৩ লক্ষ ৩৩ হাজার ২৫৫ টাকা। অপরদিকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নাম না উল্লেখ করে ব্যক্তিগত গাড়ি কেনা বাবদ ঋণ দেখিয়েছেন ৯৫ লাখ টাকা।

অপরদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী আ কা ম সরোয়ার জাহান বাদশা আইন পেশা থেকে বাৎসরিক আয় দেখিয়েছিলেন ৩ লাখ টাকা। সে সময় তার নগদ টাকা ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা দেওয়া টাকার পরিমাণ ছিল ১০ লাখ টাকা। তখন তিনি নিজের নামে একটি গাড়ির মূল্য দেখিয়েছিলেন মাত্র ১ লাখ টাকা। ইলেকট্রনিক্স সামগ্রীর মূল্য দেখিয়েছিলেন আড়াই লাখ টাকা এবং আসবাবপত্রের মূল্য দেখিয়েছিলেন আরও আড়াই লাখ টাকা। সেই সময় হলফনামায় তিনি দুই একরের কিছু বেশি জমির মূল্য দেখিয়েছিলেন ২৪ লাখ টাকা। আর তার স্ত্রীর সোনা ও অন্য মূল্যবান অলঙ্কারাদী ছাড়া কোনো সম্পদ ছিল না।

আল-মামুন সাগর/এসজে/জেআইএম

টাইমলাইন

  1. ১০:০৩ পিএম, ২২ ডিসেম্বর ২০২৩ স্বামীর কাছে এক কোটি ২৯ লাখ টাকার ঋণী সেলিমা
  2. ০৪:৫৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৩ আয়ের চেয়ে ঋণ বেশি শংকর পালের, স্ত্রী-সন্তানদের সম্পদ নেই
  3. ০৭:০১ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৩ নগদ টাকা-আয় বেড়েছে জামালের, সহায় সম্পদ সবই খুইয়েছেন স্ত্রী
  4. ১০:০২ এএম, ১২ ডিসেম্বর ২০২৩ এমপি জিন্নাহর সম্পদের পাহাড়
  5. ০৮:৪৫ এএম, ১২ ডিসেম্বর ২০২৩ মঈনউদ্দিনের চেয়ে সম্পদ বেশি তার স্ত্রীর
  6. ০৪:৫৭ পিএম, ১১ ডিসেম্বর ২০২৩ ৫ বছরে এমপি টগরের স্ত্রীর ঢাকায় ৫ বাড়ি, মূল্য ৯ কোটি
  7. ০৪:২৭ পিএম, ১১ ডিসেম্বর ২০২৩ নিজের নামে ৪ ফ্ল্যাট, মূল্য জানেন না সাবেক এমপি আবু জাফর
  8. ০৩:৫১ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ উপহার হিসেবে দীপু মনির বার্ষিক আয় ৯০ লাখ টাকা
  9. ০২:১৬ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ এম এ রাজ্জাকের হলফনামা থেকে যা জানা গেলো
  10. ১২:৩২ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ পাপনের পরিবারে স্বর্ণালংকার ২৫০ ভরি, সব ‘উপহার’ হিসেবে পাওয়া
  11. ১২:০৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ ২২ লাখ থেকে সাড়ে ৪ কোটি টাকা সম্পদের মালিক ছেলুন জোয়ার্দ্দার
  12. ১১:৪২ এএম, ১০ ডিসেম্বর ২০২৩ আইনমন্ত্রীর আয় কমলেও নগদ টাকা বেড়েছে কয়েকগুণ
  13. ০৭:৪০ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৩ লাখপতি থেকে কোটিপতি হয়েছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
  14. ০৪:৫৬ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৩ ইলিয়াস মোল্লাহর নগদ ২ কোটি, শূন্য থেকে কোটিপতি স্ত্রী
  15. ১২:৪৩ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৩ ৫৩ কোটি টাকার সম্পদের মালিক এমপি আফিল
  16. ১২:০৬ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৩ নগদ ৯ লাখ থেকে এমপি আফজালের এখন ৪ কোটি টাকা, স্ত্রীর সোয়া কোটি
  17. ১১:২২ এএম, ০৯ ডিসেম্বর ২০২৩ বাড়িঘর-ফ্ল্যাট কিছুই নেই মমিনুল হকের, কমেছে আয়
  18. ১০:১৬ এএম, ০৯ ডিসেম্বর ২০২৩ ১০ বছরে এমপি মোস্তাফিজুরের আয় বেড়েছে ২১৭ গুণ
  19. ০৯:২২ এএম, ০৯ ডিসেম্বর ২০২৩ রেজাউলের নগদ টাকা কমলেও ৪ গুণ বেড়েছে ব্যাংকে, স্ত্রীর দু-ই বেড়েছে
  20. ০৮:৫৬ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৩ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের চেয়ে স্ত্রীর সম্পদ বেশি
  21. ০৭:১৫ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৩ স্বপন ভট্টাচার্যের ৫, স্ত্রীর ৩, ছেলের সম্পদ বেড়েছে ২৮ গুণ
  22. ০৬:১০ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৩ এমপি মোকতাদিরের আয় কমলেও বেড়েছে নগদ টাকা
  23. ০৪:৩২ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৩ হবিগঞ্জে আওয়ামী লীগের সবচেয়ে ‘গরিব’ প্রার্থী রুয়েল
  24. ১০:২২ এএম, ০৮ ডিসেম্বর ২০২৩ গণপূর্ত প্রতিমন্ত্রীর ১০ ভরি সোনার দাম ৮০ হাজার
  25. ১০:০১ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ স্ত্রীর কাছে নানকের দেনা ৮৮ লাখ টাকা, মেয়ে পাবেন দেড় কোটি
  26. ০৯:৫৭ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ স্বরাষ্ট্রমন্ত্রীর বার্ষিক আয় ৮১ লাখ, স্ত্রীর ১২ কোটি
  27. ০৯:৪২ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ স্ত্রীর চেয়ে সম্পদ কম নায়ক ফেরদৌসের
  28. ০৯:১৬ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ বাড়ি-অ্যাপার্টমেন্ট-দালান কিছুই নেই হাজী সেলিমের ছেলে সোলায়মানের
  29. ০৮:৩৯ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ কোটিপতি পুলিশ কর্মকর্তার স্ত্রীও কোটিপতি
  30. ০৭:৪৫ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামানের নামে ২২৯৯ কোটি টাকার ঋণ!
  31. ০৭:১৮ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ হঠাৎ এমপি হওয়া বাবলুর সম্পত্তি বেড়েছে ৭২৪ গুণ
  32. ০৭:১০ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ জর্জ ও তার স্ত্রীর আয়-সম্পদ দুটোই বেড়েছে
  33. ০৬:২৩ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ এমপি শাহদাবের সম্পদ তেমন না বাড়লেও বেড়েছে স্ত্রীর
  34. ০৫:৫০ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ ২৮ কোটি টাকার অস্থাবর সম্পদ বেড়েছে স্বাস্থ্যমন্ত্রীর
  35. ০৪:৫৪ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ ১১৮ কোটি টাকার সম্পদ রয়েছে তাজুল ইসলামের
  36. ০৪:০৩ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ দশ বছরে সম্পদের ‘পাহাড়’ গড়েছেন নিক্সন চৌধুরী
  37. ০২:৩১ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ ১৫ বছরে এমপি মজিদের আয়-সম্পদ বেড়েছে ৫৫ গুণ
  38. ০১:২৩ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ সম্পদে এগিয়ে ইকবাল শিক্ষায় রুমানা
  39. ১২:৫৪ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ তিন মেয়াদে এমপি রণজিতের আয় বেড়েছে ২৫ গুণ
  40. ১১:০৯ এএম, ০৭ ডিসেম্বর ২০২৩ স্ত্রীর আয়ের উৎস না থাকলেও সম্পদ বেড়েছে ২৫ গুণ
  41. ০৮:৩৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ নগদ টাকা ও আয় বেড়েছে তাজুল ইসলামের
  42. ০৮:০৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ প্রাণ গোপালের স্ত্রীর সোনার ভরি ৯৫৫ টাকা!
  43. ০৭:৪৪ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ ২০ বিঘা জমির দাম দুই হাজার টাকা দেখালেন এমপি মকবুল
  44. ০৭:১৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ ১০৩ কোটি টাকার ঋণের বোঝা হানিফের মাথায়
  45. ০৬:৩৯ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ আয় ও অস্থাবর সম্পত্তি কমেছে মুক্তিযুদ্ধমন্ত্রীর
  46. ০৬:১৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ ৩ লাখ থেকে ৪৭ কোটি নগদ টাকার মালিক মমিন, স্ত্রীর আছে ২০০ ভরি সোনা
  47. ০৫:৪৮ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ পাঁচ বছরে ২৪ কোটি টাকার সম্পদ বেড়েছে এমপি বাহারের
  48. ০২:৪৫ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ আত্মসমর্পণ করে জামিন চাইলেন সাবেক এমপি পোটনসহ ৫ জন
  49. ১২:৫৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৬ গুণ, ঋণ পৌনে ২ কোটি
  50. ১২:০০ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ নগদ ৩৫৯ টাকা থেকে এখন ৩ কোটি, স্ত্রীর শূন্য থেকে ২৫ লাখ
  51. ১১:২৮ এএম, ০৬ ডিসেম্বর ২০২৩ ৮৫ লাখ টাকার গাড়িতে চড়েন জিএম কাদের, স্ত্রী ৮০ লাখ টাকার জিপে
  52. ১০:৩০ এএম, ০৬ ডিসেম্বর ২০২৩ পাঁচ বছর আগে এমপি বাদশার বাৎসরিক আয় ছিল ৩ লাখ, এখন ৬৯ লাখ
  53. ০৯:৪৪ এএম, ০৬ ডিসেম্বর ২০২৩ সম্পদ বেড়েছে মমতাজের, কমেছে ঋণ
  54. ০৮:০০ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩ পাঁচ বছরে ‘ধনকুবের’ বনে গেছেন প্রতিমন্ত্রী শামীম
  55. ০৭:৫০ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩ স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের আয় বেড়েছে ৮ গুণ
  56. ০৭:৩৪ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩ ১০ বছরে অবিশ্বাস্য সম্পদ বেড়েছে ইনুর স্ত্রীর
  57. ০৬:৪৪ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩ পাঁচ বছরে ১০ গুণেরও বেশি সম্পদ বেড়েছে হাসানাতের
  58. ০১:১৫ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩ ৩০ ভরি স্বর্ণালংকারের মালিক নিজাম হাজারী, স্ত্রী ১০০ ভরির
  59. ১২:৪৬ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩ ১ কোটি ৩৩ লাখ টাকার ঋণ আছে গিয়াস উদ্দিনের
  60. ১২:২৩ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩ সমাজকল্যাণ মন্ত্রীর ৫ বছরে আয় কমেছে দুই লাখ টাকা
  61. ১১:১৫ এএম, ০৫ ডিসেম্বর ২০২৩ স্ত্রীর চেয়ে সম্পদ কম জাপা প্রার্থী মাসুদ উদ্দিনের
  62. ০৯:৪১ এএম, ০৫ ডিসেম্বর ২০২৩ বীরেন শিকদারের বার্ষিক আয় ৯৫ লাখ, আসবাবপত্র মাত্র ৩০ হাজার টাকার
  63. ০৯:১৩ এএম, ০৫ ডিসেম্বর ২০২৩ ৭ কোটি টাকার মালিক আ’লীগ নেতা দারা, স্ত্রীর নামে ৪ কোটি
  64. ০৮:৫৩ এএম, ০৫ ডিসেম্বর ২০২৩ সোয়া কোটি টাকা ঋণ কেয়ার
  65. ০৮:৩৮ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩ আয় কমেছে মাশরাফির, ব্যাংকে ঋণ ৮৯ লাখ
  66. ০৭:৪৮ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩ প্রায় দেড় হাজার কোটি টাকার সম্পদ পাটমন্ত্রীর
  67. ০৬:৪১ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩ সাকিবের বার্ষিক আয় সাড়ে ৫ কোটি টাকা, ব্যাংকে ঋণ ৩২ কোটি
  68. ০৬:১০ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩ ৯ বছরে এমপি আয়েন উদ্দিনের জমি বেড়েছে ৭৫ বিঘা
  69. ০৪:৫৩ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩ শামীম ওসমানের সম্পদের বিষয়ে যা জানা গেলো
  70. ০৪:১৬ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩ আ’লীগ প্রার্থীর স্ত্রীর আয় না থাকলেও রয়েছে ৪ কোটি টাকার সম্পদ
  71. ০৩:৩২ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩ ৫ বছরে মাত্র ১৩ হাজার টাকা আয় বেড়েছে এমপি খোকার
  72. ১০:০৬ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৩ ১৫ বছরে হুইপ সামশুল হকের আয় বেড়েছে ৩০ গুণ, সম্পদ অঢেল
  73. ০৭:৪৮ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৩ ৫ বছরে কোটি টাকার বাড়ি শিক্ষা উপমন্ত্রীর, ঋণ বেড়েছে ১০ গুণ
  74. ০৬:৫২ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৩ অস্থাবর সম্পত্তি-ভূমি বেড়েছে ভূমিমন্ত্রীর
  75. ০৫:৩২ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৩ ঋণ বেড়েছে তথ্যমন্ত্রীর, আয় কমে ব্যবসার শেয়ার বেড়েছে স্ত্রীর