ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রায় দেড় হাজার কোটি টাকার সম্পদ পাটমন্ত্রীর

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩

টানা তিন মেয়াদে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) গোলাম দস্তগীর গাজী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পান। নারায়ণগঞ্জের পাঁচটি আসনের এমপিদের মধ্যে সবচেয়ে বেশি ধনকুবের তিনিই।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে দেওয়া হলফনামায় প্রাপ্ত তথ্যমতে, গোলাম দস্তগীরের সম্পদের পরিমাণ প্রায় দেড় হাজার কোটি টাকার মতো। তার ২০১৪ ও ২০১৮ সালের হলফনামা অনুযায়ী সম্পদ বেড়েছে বহুগুণে।

হলফনামা অনুযায়ী, মন্ত্রীর বাড়ি ও অন্যান্য ভাড়া থেকে বার্ষিক আয় এক লাখ ২৬ হাজার। ব্যবসা থেকে আয় ৮২ কোটি ৩ লাখ ৬২ হাজার ৬০০ টাকা। শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংকে আমানত আছে ৯১ লাখ ৮২ হাজার ৩৭৫ টাকা। সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত ভাতা ৩২ লাখ ৯৪ হাজার ৩৪৮ টাকা। কাছে নগদ টাকা আছে ৯ কোটি ৬২ লাখ ৪৬ হাজার ৬৯৬ টাকা।

অথচ ২০১৮ সালের হলফনামায় বাড়ি ও অন্যান্য ভাড়া থেকে তার বার্ষিক আয় উল্লেখ ছিল দুই লাখ ৫৯ হাজার ২০০ টাকা। ব্যবসার আয় ছিল ৩৪ কোটি ৭১ লাখ ৯ হাজার ৫৩৭ টাকা। শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত দুই কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৫৪৮ টাকা। বোর্ড মিটিং ফি ও সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত ভাতা ২৩ লাখ ৯২ হাজার ৭১৫ টাকা। কাছে নগদ ছিল আট কোটি ১১ লাখ ২৫ হাজার ৮৮৮ টাকা।

তার আগে ২০১৪ সালে হলফনামায় গাজীর আয়ের উৎসের মধ্যে কৃষিখাত থেকে কোনো আয় ছিল না। বাড়ি বা দোকান ভাড়া থেকে তার বছরে আয় ছিল মাত্র ৮৬ হাজার ৪০০ টাকা। ব্যবসা থেকে বছরে আয় ২৯ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৩৪০ টাকা। ব্যাংকের আমানত বাবদ এক কোটি ২৫ লাখ ৭২ হাজার ৫১০ টাকা। বোর্ড মিটিং ফি ও সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত ভাতা ১৪ লাখ ৯৭ হাজার ২৫০ টাকা।

২০২৩ সালের নির্বাচনে হলফনামায় মন্ত্রী উল্লেখ করেছেন, তার স্ত্রীর নামে আছে ৭২ লাখ ২১ হাজার ৫৮৫ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার নামে জমা আছে ৬১ লাখ ৪৩ হাজার ১২৯ টাকা এবং স্ত্রীর নামে ২৪ লাখ ৫২ হাজার ৫৬২ টাকা। বন্ড ঋণপত্র স্টক একচেঞ্জে নিজ নামে রয়েছে ২২ কোটি ৫ লাখ ২৫ হাজার ৭১০ টাকা এবং স্ত্রীর নামে পাঁচ কোটি ৮৫ লাখ ২৫ হাজার ৭৬০ টাকা।

পরিবহন খাতে মন্ত্রীর সম্পত্তির পরিমাণ এক কোটি ৯৩ লাখ ১৩ হাজার ৫৫৭ টাকা। নিজের নামে স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু রয়েছে এক লাখ ১৪ হাজার টাকার। স্ত্রীর নামে রয়েছে ২৪ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার। মন্ত্রীর নামে ইলেকট্রনিকস সামগ্রী রয়েছে ১৬ লাখ ২০ হাজার টাকার। আসবাবপত্র রয়েছে ১৫ লাখ টাকার। মন্ত্রীর অন্যান্য সম্পত্তির পরিমাণ ১৩০৪ কোটি ৩১ লাখ ৬৬ হাজার ৬৭২ হাজার টাকা।

মন্ত্রীর নামে রয়েছে ৭৮ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার ৪৪৭ টাকা মূল্যের অকৃষি জমি। অকৃষি জমি স্ত্রীর নামে রয়েছে ৬৮ লাখ ৮২ হাজার টাকার। এর পাশাপাশি ২৮ কোটি ৬৪ লাখ ৫০ হাজার ১৯১ টাকা মূল্যের দালানকোঠা রয়েছে মন্ত্রীর। তার স্ত্রীর নামে বাড়ি রয়েছে দুটি। একটির মূল্য তিন কোটি ৮৮ লাখ ১৮ হাজার ১১ টাকা, অপরটির দাম পাঁচ লাখ টাকা।

এসবের পাশাপাশি বিভিন্ন ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে একক ঋণের পরিমাণ ৯৩৫ কোটি ৩২ লাখ ৫ হাজার ২০৭ টাকা, যা হলফনামায় উল্লেখ করেছেন মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস

টাইমলাইন

  1. ১০:০৩ পিএম, ২২ ডিসেম্বর ২০২৩ স্বামীর কাছে এক কোটি ২৯ লাখ টাকার ঋণী সেলিমা
  2. ০৪:৫৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৩ আয়ের চেয়ে ঋণ বেশি শংকর পালের, স্ত্রী-সন্তানদের সম্পদ নেই
  3. ০৭:০১ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৩ নগদ টাকা-আয় বেড়েছে জামালের, সহায় সম্পদ সবই খুইয়েছেন স্ত্রী
  4. ১০:০২ এএম, ১২ ডিসেম্বর ২০২৩ এমপি জিন্নাহর সম্পদের পাহাড়
  5. ০৮:৪৫ এএম, ১২ ডিসেম্বর ২০২৩ মঈনউদ্দিনের চেয়ে সম্পদ বেশি তার স্ত্রীর
  6. ০৪:৫৭ পিএম, ১১ ডিসেম্বর ২০২৩ ৫ বছরে এমপি টগরের স্ত্রীর ঢাকায় ৫ বাড়ি, মূল্য ৯ কোটি
  7. ০৪:২৭ পিএম, ১১ ডিসেম্বর ২০২৩ নিজের নামে ৪ ফ্ল্যাট, মূল্য জানেন না সাবেক এমপি আবু জাফর
  8. ০৩:৫১ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ উপহার হিসেবে দীপু মনির বার্ষিক আয় ৯০ লাখ টাকা
  9. ০২:১৬ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ এম এ রাজ্জাকের হলফনামা থেকে যা জানা গেলো
  10. ১২:৩২ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ পাপনের পরিবারে স্বর্ণালংকার ২৫০ ভরি, সব ‘উপহার’ হিসেবে পাওয়া
  11. ১২:০৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ ২২ লাখ থেকে সাড়ে ৪ কোটি টাকা সম্পদের মালিক ছেলুন জোয়ার্দ্দার
  12. ১১:৪২ এএম, ১০ ডিসেম্বর ২০২৩ আইনমন্ত্রীর আয় কমলেও নগদ টাকা বেড়েছে কয়েকগুণ
  13. ০৭:৪০ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৩ লাখপতি থেকে কোটিপতি হয়েছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
  14. ০৪:৫৬ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৩ ইলিয়াস মোল্লাহর নগদ ২ কোটি, শূন্য থেকে কোটিপতি স্ত্রী
  15. ১২:৪৩ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৩ ৫৩ কোটি টাকার সম্পদের মালিক এমপি আফিল
  16. ১২:০৬ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৩ নগদ ৯ লাখ থেকে এমপি আফজালের এখন ৪ কোটি টাকা, স্ত্রীর সোয়া কোটি
  17. ১১:২২ এএম, ০৯ ডিসেম্বর ২০২৩ বাড়িঘর-ফ্ল্যাট কিছুই নেই মমিনুল হকের, কমেছে আয়
  18. ১০:১৬ এএম, ০৯ ডিসেম্বর ২০২৩ ১০ বছরে এমপি মোস্তাফিজুরের আয় বেড়েছে ২১৭ গুণ
  19. ০৯:২২ এএম, ০৯ ডিসেম্বর ২০২৩ রেজাউলের নগদ টাকা কমলেও ৪ গুণ বেড়েছে ব্যাংকে, স্ত্রীর দু-ই বেড়েছে
  20. ০৮:৫৬ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৩ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের চেয়ে স্ত্রীর সম্পদ বেশি
  21. ০৭:১৫ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৩ স্বপন ভট্টাচার্যের ৫, স্ত্রীর ৩, ছেলের সম্পদ বেড়েছে ২৮ গুণ
  22. ০৬:১০ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৩ এমপি মোকতাদিরের আয় কমলেও বেড়েছে নগদ টাকা
  23. ০৪:৩২ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৩ হবিগঞ্জে আওয়ামী লীগের সবচেয়ে ‘গরিব’ প্রার্থী রুয়েল
  24. ১০:২২ এএম, ০৮ ডিসেম্বর ২০২৩ গণপূর্ত প্রতিমন্ত্রীর ১০ ভরি সোনার দাম ৮০ হাজার
  25. ১০:০১ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ স্ত্রীর কাছে নানকের দেনা ৮৮ লাখ টাকা, মেয়ে পাবেন দেড় কোটি
  26. ০৯:৫৭ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ স্বরাষ্ট্রমন্ত্রীর বার্ষিক আয় ৮১ লাখ, স্ত্রীর ১২ কোটি
  27. ০৯:৪২ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ স্ত্রীর চেয়ে সম্পদ কম নায়ক ফেরদৌসের
  28. ০৯:১৬ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ বাড়ি-অ্যাপার্টমেন্ট-দালান কিছুই নেই হাজী সেলিমের ছেলে সোলায়মানের
  29. ০৮:৩৯ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ কোটিপতি পুলিশ কর্মকর্তার স্ত্রীও কোটিপতি
  30. ০৭:৪৫ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামানের নামে ২২৯৯ কোটি টাকার ঋণ!
  31. ০৭:১৮ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ হঠাৎ এমপি হওয়া বাবলুর সম্পত্তি বেড়েছে ৭২৪ গুণ
  32. ০৭:১০ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ জর্জ ও তার স্ত্রীর আয়-সম্পদ দুটোই বেড়েছে
  33. ০৬:২৩ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ এমপি শাহদাবের সম্পদ তেমন না বাড়লেও বেড়েছে স্ত্রীর
  34. ০৫:৫০ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ ২৮ কোটি টাকার অস্থাবর সম্পদ বেড়েছে স্বাস্থ্যমন্ত্রীর
  35. ০৪:৫৪ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ ১১৮ কোটি টাকার সম্পদ রয়েছে তাজুল ইসলামের
  36. ০৪:০৩ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ দশ বছরে সম্পদের ‘পাহাড়’ গড়েছেন নিক্সন চৌধুরী
  37. ০২:৩১ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ ১৫ বছরে এমপি মজিদের আয়-সম্পদ বেড়েছে ৫৫ গুণ
  38. ০১:২৩ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ সম্পদে এগিয়ে ইকবাল শিক্ষায় রুমানা
  39. ১২:৫৪ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩ তিন মেয়াদে এমপি রণজিতের আয় বেড়েছে ২৫ গুণ
  40. ১১:০৯ এএম, ০৭ ডিসেম্বর ২০২৩ স্ত্রীর আয়ের উৎস না থাকলেও সম্পদ বেড়েছে ২৫ গুণ
  41. ০৮:৩৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ নগদ টাকা ও আয় বেড়েছে তাজুল ইসলামের
  42. ০৮:০৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ প্রাণ গোপালের স্ত্রীর সোনার ভরি ৯৫৫ টাকা!
  43. ০৭:৪৪ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ ২০ বিঘা জমির দাম দুই হাজার টাকা দেখালেন এমপি মকবুল
  44. ০৭:১৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ ১০৩ কোটি টাকার ঋণের বোঝা হানিফের মাথায়
  45. ০৬:৩৯ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ আয় ও অস্থাবর সম্পত্তি কমেছে মুক্তিযুদ্ধমন্ত্রীর
  46. ০৬:১৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ ৩ লাখ থেকে ৪৭ কোটি নগদ টাকার মালিক মমিন, স্ত্রীর আছে ২০০ ভরি সোনা
  47. ০৫:৪৮ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ পাঁচ বছরে ২৪ কোটি টাকার সম্পদ বেড়েছে এমপি বাহারের
  48. ০২:৪৫ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ আত্মসমর্পণ করে জামিন চাইলেন সাবেক এমপি পোটনসহ ৫ জন
  49. ১২:৫৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৬ গুণ, ঋণ পৌনে ২ কোটি
  50. ১২:০০ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩ নগদ ৩৫৯ টাকা থেকে এখন ৩ কোটি, স্ত্রীর শূন্য থেকে ২৫ লাখ
  51. ১১:২৮ এএম, ০৬ ডিসেম্বর ২০২৩ ৮৫ লাখ টাকার গাড়িতে চড়েন জিএম কাদের, স্ত্রী ৮০ লাখ টাকার জিপে
  52. ১০:৩০ এএম, ০৬ ডিসেম্বর ২০২৩ পাঁচ বছর আগে এমপি বাদশার বাৎসরিক আয় ছিল ৩ লাখ, এখন ৬৯ লাখ
  53. ০৯:৪৪ এএম, ০৬ ডিসেম্বর ২০২৩ সম্পদ বেড়েছে মমতাজের, কমেছে ঋণ
  54. ০৮:০০ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩ পাঁচ বছরে ‘ধনকুবের’ বনে গেছেন প্রতিমন্ত্রী শামীম
  55. ০৭:৫০ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩ স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের আয় বেড়েছে ৮ গুণ
  56. ০৭:৩৪ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩ ১০ বছরে অবিশ্বাস্য সম্পদ বেড়েছে ইনুর স্ত্রীর
  57. ০৬:৪৪ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩ পাঁচ বছরে ১০ গুণেরও বেশি সম্পদ বেড়েছে হাসানাতের
  58. ০১:১৫ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩ ৩০ ভরি স্বর্ণালংকারের মালিক নিজাম হাজারী, স্ত্রী ১০০ ভরির
  59. ১২:৪৬ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩ ১ কোটি ৩৩ লাখ টাকার ঋণ আছে গিয়াস উদ্দিনের
  60. ১২:২৩ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩ সমাজকল্যাণ মন্ত্রীর ৫ বছরে আয় কমেছে দুই লাখ টাকা
  61. ১১:১৫ এএম, ০৫ ডিসেম্বর ২০২৩ স্ত্রীর চেয়ে সম্পদ কম জাপা প্রার্থী মাসুদ উদ্দিনের
  62. ০৯:৪১ এএম, ০৫ ডিসেম্বর ২০২৩ বীরেন শিকদারের বার্ষিক আয় ৯৫ লাখ, আসবাবপত্র মাত্র ৩০ হাজার টাকার
  63. ০৯:১৩ এএম, ০৫ ডিসেম্বর ২০২৩ ৭ কোটি টাকার মালিক আ’লীগ নেতা দারা, স্ত্রীর নামে ৪ কোটি
  64. ০৮:৫৩ এএম, ০৫ ডিসেম্বর ২০২৩ সোয়া কোটি টাকা ঋণ কেয়ার
  65. ০৮:৩৮ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩ আয় কমেছে মাশরাফির, ব্যাংকে ঋণ ৮৯ লাখ
  66. ০৭:৪৮ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩ প্রায় দেড় হাজার কোটি টাকার সম্পদ পাটমন্ত্রীর
  67. ০৬:৪১ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩ সাকিবের বার্ষিক আয় সাড়ে ৫ কোটি টাকা, ব্যাংকে ঋণ ৩২ কোটি
  68. ০৬:১০ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩ ৯ বছরে এমপি আয়েন উদ্দিনের জমি বেড়েছে ৭৫ বিঘা
  69. ০৪:৫৩ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩ শামীম ওসমানের সম্পদের বিষয়ে যা জানা গেলো
  70. ০৪:১৬ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩ আ’লীগ প্রার্থীর স্ত্রীর আয় না থাকলেও রয়েছে ৪ কোটি টাকার সম্পদ
  71. ০৩:৩২ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩ ৫ বছরে মাত্র ১৩ হাজার টাকা আয় বেড়েছে এমপি খোকার
  72. ১০:০৬ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৩ ১৫ বছরে হুইপ সামশুল হকের আয় বেড়েছে ৩০ গুণ, সম্পদ অঢেল
  73. ০৭:৪৮ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৩ ৫ বছরে কোটি টাকার বাড়ি শিক্ষা উপমন্ত্রীর, ঋণ বেড়েছে ১০ গুণ
  74. ০৬:৫২ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৩ অস্থাবর সম্পত্তি-ভূমি বেড়েছে ভূমিমন্ত্রীর
  75. ০৫:৩২ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৩ ঋণ বেড়েছে তথ্যমন্ত্রীর, আয় কমে ব্যবসার শেয়ার বেড়েছে স্ত্রীর