ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে নাশকতার চেষ্টাকালে গ্রেফতার ২

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৫:১২ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩

ফেনীতে নাশকতার সরঞ্জামসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ ডিসেম্বর) সকালে ফেনী শহরের চাড়ীপুর রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ফেনী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইকবাল হোসেন (৩৩) ও ফেনী সদর উপজেলা যুবদল নেতা সালমান ফারসী (৩৫)।

ফেনীর পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার জাকির হাসান।

তিনি বলেন, কয়েকদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ ফেনী বড় বাজারে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে পিকেটিং, গাড়ি ভাঙচুর ও বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে আসছে। এজন্য সোমবার সকালে সেসব এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালায়। তখন ফেনী শহরের চাড়ীপুর রাস্তার মাথা এলাকা থেকে নাশকতার চেষ্টার সময় চটের বস্তায় রাখা লোহার তৈরি বিভিন্ন সরঞ্জামসহ তাদের গ্রেফতার করা হয়। তবে এসময় জুনিয়র মিরাজ (২০) নামে একজন পালিয়ে যান।

আরও পড়ুন: নাশকতার মামলায় জামায়াত নেতা গ্রেফতার

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী।

দুই নেতাকে গ্রেফতার বিষয়ে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাঈদুর রহমান জুয়েল বলেন, নেতাকর্মীদের বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে নানাভাবে ফাঁসানো হচ্ছে। আমি এই নির্লজ্জতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/এএসএম