লক্ষ্মীপুরে নাশকতার অভিযোগে দুই ছাত্রদল নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরের রায়পুরে নাশকতার অভিযোগে নজরুল ইসলাম নিশাত ও তানভীর হোসেন লিংকন নামের ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সিংহেরপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
নজরুল ইসলাম নিশাত রায়পুর পৌর ছাত্রদলের আহ্বায়ক ও তানভীর হোসেন লিংকন উপজেলা ছাত্রদলের সদস্য।
জেলা ছাত্রদল সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম বলেন, নিশাতকে গ্রেফতারের বিষয়টি শুনেছি। কোনো কারণ ছাড়াই পুলিশ তাকে গ্রেফতার করছে। ইতোমধ্যে রাজনৈতিক মামলায় আমাদের বহু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদের আন্দোলন চলবে।
আরও পড়ুন: ধাওয়া খেয়ে যুবদল নেতার মৃত্যু, পুলিশের দাবি গুজব
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বলেন, চলন্ত যানবাহন ভাঙচুরের সময় দুজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে তারা আন্দোলনের নামে নাশকতা করছিল। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে থানায় মামলা রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে নবম দফায় বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। রোববার ভোর ৬টা থেকে দলটির এ অবরোধ কর্মসূচি শুরু হয়। এ অবরোধ চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত।
কাজল কায়েস/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু
- ২ সচিবালয়ের আগুনে পোড়া কুকুরের মরদেহ বলে দেয় এটি ষড়যন্ত্র
- ৩ অসুস্থ বাবাকে দেখতে গিয়ে ভাই-স্বামীসহ প্রাণ হারালেন বকুলা বেগম
- ৪ স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না: ডা. শফিকুর রহমান
- ৫ আওয়ামী লীগের মতো নিশি রাতের নির্বাচন চাই না: আলতাফ হোসেন