ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝালকাঠি-১

শাহজাহান ওমরের মনোনয়ন বৈধ, এমপি হারুনসহ ৬ জনের বাতিল

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ০৩:০৩ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৩

ঝালকাঠি-১ আসনের বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনসহ ছয়জনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে এ আসনে তার পরিবর্তে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া বিএনপির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ছয়জনের মনোনয়ন বাতিল করেন।

মনোনয়ন বাতিল হওয়া অন্য প্রার্থীরা হলেন- স্বতন্ত্রপ্রার্থী মনিরুজ্জামান, মোহাম্মাদ ইসমাইল, ব্যারিস্টার ফখরুল ইসলাম, নুরে আলম, মজিবুর রহমান মৃধা ও জাতীয় পার্টির এজাজুল হক।

আরও পড়ুন: শরীয়তপুরে ২ স্বতন্ত্রপ্রার্থীর মনোনয়ন বাতিল

জেলা প্রশাসক জানান, দলীয় মনোনয়নপ্রাপ্তদের ত্রুটিপূর্ণ কাগজপত্র ও স্বতন্ত্রপ্রার্থীদের সমর্থনকারী ভোটার তালিকায় দেওয়া তথ্যের সত্যতা না পাওয়ায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়।

এ আসনে বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হলেও সেটি পরিবর্তন করে বিএনপির ভাইস চেয়ারম্যান (বহিষ্কৃত) ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরকে নৌকা প্রতীক দেওয়া হয়।

মো. আতিকুর রহমান/আরএইচ/এমএস