ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মামাবাড়ির পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৫:৩১ পিএম, ০২ ডিসেম্বর ২০২৩

নাটোরের বড়াইগ্রামে মায়ের সঙ্গে মামাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মারা গেছে জুবাইয়রা (৮)।

শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বনপাড়া পৌরশহরের কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে। জুবাইয়রা তার মায়ের সঙ্গে মামা ডা. আনছারুলের বাড়িতে বেড়াতে এসেছিল।

আরও পড়ুন: পানিতে ডুবে মারা গেলো ৩ বছরের শামীম

বনপাড়া আমিনা হাসপাতালের সত্ত্বাধিকারী ও শিশুটির মামা ডা. আনছারুল হক বলেন, জুবাইয়রা আমার ছোট বোন ফাহমিদা রুবির মেয়ে। তাদের বাড়ি ঢাকার মিরপুরের পল্লবীতে। তার পিতার নাম সোহেল রানা। সে মৃদু শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী ছিল।

তিনি আরও বলেন, শনিবার সকালে সে গৃহকর্মীর সঙ্গে বাড়ির পেছনে পুকুর পাড়ে যায়। সেখানে তাকে বসিয়ে রেখে ঘরে ফিরে আসে গৃহকর্মী এবং এর কিছুক্ষণ পর ফিরে গিয়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে জুবাইয়রার মরদেহ ঢাকার পল্লবীতে নিয়ে গেছে পরিবারের সদস্যরা।

রেজাউল করিম রেজা/জেএস/জেআইএম