ঝালকাঠিতে বাল্যবিয়ে বন্ধ, ৭০ হাজার জরিমানা
ঝালকাঠির নলছিটি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে দশম শ্রেণির এক ছাত্রী।
শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে নলছিটি পৌরসভার বৈচন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থনীয় সূত্র জানায়, ওই এলাকার এক কৃষক তাঁর দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে পৌরসভার মল্লিকপুর এলাকার এক ছেলের বিয়ে দিচ্ছিলেন। জাল জন্মনিবন্ধন দেখিয়ে বিয়ের সব প্রস্তুতি নেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম ওই বিয়ে বন্ধ করে দেন। এসময় বর ও কনের বাবাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন , বাল্যবিয়ে নিরোধ আইনে বিয়ে আয়োজনের উদ্যোগ নেওয়ায় বর ও কনের বাবাকে এ জরিমানা করা হয়েছে।
আতিকুর রহমান/এনআইবি/এএসএম