ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জ

তিন রাষ্ট্রপতির ৪ সন্তানসহ মনোনয়ন জমা দিলেন ৫৪ প্রার্থী

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ১০:০৫ পিএম, ৩০ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য কিশোরগঞ্জের ছয়টি আসনে তিন রাষ্ট্রপতির চার সন্তান ও জাতীয় পার্টির মহাসচিবসহ মোট ৫৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেন।

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে ১২, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী- পাকুন্দিয়া) আসনে আট, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে ১০, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে সাত, কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে আট ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

কিশোরগঞ্জ-১ আসনে প্রয়াত অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ও বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বড় ভাই মেজর (অব.) শাফায়াতুল ইসলাম, কিশোরগঞ্জ-৪ আসনে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বড় ছেলে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৬ আসনে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য নাজমুল হাসান পাপন ও কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন জমা দিলেন যারা

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, সৈয়দ সাফায়েতুল ইসলাম (স্বতন্ত্র), ডা. আব্দুল হাই (জাতীয় পার্টি), অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন (গণতন্ত্রী পার্টি), আনোয়ারুল কিবরিয়া (এনপিপি), অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু (স্বতন্ত্র), আব্দুল আউয়াল (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), আশরাফ উদ্দিন (ইসলামী ঐক্যজোট, আইওজে), নাসির উদ্দিন (জাকের পার্টি), মোবারক হোসেন (বাংলাদেশ কংগ্রেস), শরীফ আহমদ সাদী (স্বতন্ত্র) ও আবুল কাশেম (বাংলাদেশ কংগ্রেস)।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে মীর আবু তৈয়ব রেজাউল করিম (গণফ্রন্ট), আহসান উল্লাহ (তৃণমূল বিএনপি), অ্যাডভোকেট সোহরাব উদ্দিন (স্বতন্ত্র), আশরাফ আলী (গণত্রন্ত্রী পার্টি), আলেয়া (এনপিপি), মো. আখতারুজ্জামান (স্বতন্ত্র) ও আব্দুল কাহহার আকন্দ (আওয়ামী লীগ)।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে দেলোয়ার হোসেন ভূইয়া (গণতন্ত্রী পার্টি), শামীম আহমদ (স্বতন্ত্র), আমিনুল ইসলাম (এনপিপি), মাহফুজুল হক (স্বতন্ত্র), নাসিমুল হক (স্বতন্ত্র) গোলাম কোভিদ ভূঁইয়া (স্বতন্ত্র), ওমর ফারুক (ইসলামী ঐক্যজোট-আইওযে), মুজিবুল হক (জাতীয় পার্টি), নাসিরুল ইসলাম খান আওলাদ (আওয়ামী লীগ) ও রুবেল মিয়া (স্বতন্ত্র)।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামই-অষ্টগ্রাম) আসনে আ. মজিদ (বাংলাদেশ কংগ্রেস), রেজওয়ান আহাম্মদ তৌফিক (আওয়ামী লীগ), মোহাম্মদ আবু ওয়াহাব (জাতীয় পার্টি), জয়নাল আবেদিন (এনপিপি), শরীফুল আহসান (কৃষক শ্রমিক জনতা লীগ), মাওলানা শেরজাহান মোমেন (ইসলামী ঐক্যজোট, আইওজে), নসিম খান (বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট)

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে মাহবুবুল আলম (জাতীয় পার্টি), সোহরাব হোসেন (তৃণমূল বিএনপি), সুব্রত পাল (স্বতন্ত্র), সাজ্জাদ হোসেন (কৃষক শ্রমিক জনতা লীগ), এ কে এম নাজমুল হক (জাকের পার্টি), রবিন মিত্রা (বাংলাদেশ সংস্কৃতিক জোট), ইমদাদুল হক (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট) ও আফজাল হোসেন (আওয়ামী লীগ)।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম (এনপিপি), নাজমুল হাসান পাপন (আওয়ামী লীগ), রুবেল হোসেন (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), হেলাল উদ্দিন (বাংলাদেশ সুপ্রিম পার্টি), নূরুল কাদের সোহেল (জাতীয় পার্টি), মো. শাহাবুদ্দীন (স্বতন্ত্র), মোহাম্মদ আয়ুব হোসেন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), আ. হাকিম (জাকের পার্টি) ও আব্দুছ ছাত্তার (স্বতন্ত্র)।

এসকে রাসেল/এসআর/জেআইএম