মাকে ডাক্তার দেখিয়ে ফেরার পথেই প্রাণ গেলো ছেলের
মাকে ডাক্তার দেখিয়ে সিএনজিতে বাড়িতে ফিরছিলেন ছেলে। বাড়ি থেকে যখন মাত্র পাঁচ কিলোমিটার দূরে থাকতেই সড়ক দুর্ঘটনায় নিভে যায় তার জীবন প্রদীপ। তবে দুর্ঘটনায় ছেলের মৃত্যু হলেও সুস্থ আছেন মা।
বুধবার (২৯ নভেম্বর) রাত ১১টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মাটিয়া মসজিদ নামক এলাকায় দূর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম রুয়েল বখত (৩৫)। তিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী ও ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত নুরুজ বখত এর ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে মাকে ডাক্তার দেখাতে যান রুয়েল বখত। মাকে ডাক্তার দেখিয়ে ঔষধপত্র নিয়ে আসার পথে আদমপুর সড়কের মাঝে হঠাৎ চাকা খুলে পাশের কৃষি জমিতে উল্টে পড়ে সিএনজি। এ সময় সিএনজিতে থাকা রুয়েল ও তার মা আহত হন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রুয়েলকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রুয়েলের মা কিছুটা আহত হলেও বর্তমানে সুস্থ আছেন বলে জানা যায়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী সড়ক দুর্ঘটনায় রুয়েল বখতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ইকরাম হোসেন/এনআইবি/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু
- ২ সচিবালয়ের আগুনে পোড়া কুকুরের মরদেহ বলে দেয় এটি ষড়যন্ত্র
- ৩ অসুস্থ বাবাকে দেখতে গিয়ে ভাই-স্বামীসহ প্রাণ হারালেন বকুলা বেগম
- ৪ স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না: ডা. শফিকুর রহমান
- ৫ আওয়ামী লীগের মতো নিশি রাতের নির্বাচন চাই না: আলতাফ হোসেন