ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাঙ্গামাটিতে মনোনয়নপত্র জমা দিলেন দীপংকর

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৪:২০ পিএম, ৩০ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নম্বর আসনে রাঙ্গামাটি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে রাঙ্গামাটির রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বরসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

দীপংকর তালুকদার বলেন, পাঁচ বছরে যেসব ওয়াদা করেছিলাম তা অনেকাংশে পূরণ করা হয়েছে। অন্যান্য সরকারের তুলনায় আওয়ামী লীগের আমলে এখানকার সাধারণ মানুষ ভালো আছেন। যার কারণে সাধারণ মানুষ আবারও নৌকায় ভোট দিবে।

আরও পড়ুন: বরিশাল-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সাদিক

তিনি আরও বলেন, পাহাড়ের উন্নয়নে আওয়ামী লীগ সরকার রেকর্ড পরিমাণ উন্নয়ন করেছে। যা ইতিহাস সৃষ্টি করেছে। আর যেসব উন্নয়ন কাজ অসমাপ্ত রয়েছে তা সমাপ্ত করতে আবারও নৌকাকে জয়ী করতে হবে।

এসময় তিনি পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে মানুষকে শান্তিকে রাখা ও উন্নয়নে আবারও কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন। একই সঙ্গে রাঙ্গামাটিকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়া তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

দীপংকর তালুকদার ১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সপ্তমবারের মতো নৌকার মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে চারবার নির্বাচিত হয়েছেন তিনি।

সাইফুল উদ্দীন/জেএস/জেআইএম