ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নৌকা থেকে ছিটকে পড়লেন টাঙ্গাইলের ৪ এমপি, নতুন মুখ ৩

আরিফ উর রহমান টগর | টাঙ্গাইল | প্রকাশিত: ০২:১৯ পিএম, ২৭ নভেম্বর ২০২৩

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন থেকে ছিটকে পড়েছেন টাঙ্গাইলের চার সংসদ সদস্য। তারা (এমপি) হলেন,

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার (২৬ নভেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম ঠান্ডু, টাঙ্গাইল-৫ (সদর) আসনে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বর্তমান সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বর্তমান সংসদ সদস্য খান আহমেদ শুভ ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) এ আসনে সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় নৌকার মনোনয়ন পেয়েছেন।

এদের মধ্যে ডা. কামরুল হাসান, মোজহারুল ইসলাম ঠান্ডু ও অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন প্রথমবার আওয়ামী লীগের মনোনয়ন পেলেন।

এদিকে বাদ পড়া চার সংসদ সদস্য হলেন, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের, টাঙ্গাইল-৫ (সদর) আসনের জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের হাছান ইমাম খান সোহেল হাজারী এবং টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আতাউর রহমান খান।

আরিফ উর রহমান টগর/এসজে/জেআইএম