ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রভাব নেই অবরোধের, চলছে দূরপাল্লার যান

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০১:১৫ পিএম, ২৭ নভেম্বর ২০২৩

বিএনপিসহ অন্যান্য সমমনা দলের ডাকা সপ্তম দফা অবরোধের শেষ দিনেও কোনো প্রভাব পড়েনি ঢাকা-চট্টগ্রামে মহাসড়কে। সকাল থেকেই মহাসড়কে আঞ্চলিক পরিবহনের পাশাপাশি দূরপাল্লার বিভিন্ন যানবাহন চলাচল করছে। ফলে যাত্রীরা সহজেই তাদের গন্তব্যস্থলে যেতে পারছেন।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমনই চিত্র দেখা যায়।

আব্দুল্লাহ নামের এক যাত্রী জানান, একটা কাজের উদ্দেশ্যে মোগরাপাড়া থেকে শিমরাইল এসেছি। মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল করায় গাড়ি পেতে কোনো সমস্যা হয়নি।

আরও পড়ুন: ময়মনসিংহে বাস-রেললাইনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ট্রেন

আলী হোসেন নামের আরেক যাত্রী বলেন, ব্যবসার মালামাল কিনতে ঢাকায় যাচ্ছি। মহাসড়কে সবসময় যান চলাচল স্বাভাবিক থাকলে হরতাল অবরোধে কোন ভয় কাজ করে না।

jagonews24

সোলাইমান মিয়া নামে হানিফ পরিবহনের এক বাসচালক বলেন, অবরোধ থাকলেও সায়দাবাদ থেকে এখানে আসতে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। পাশাপাশি মহাসড়কে যাত্রীর চাপও রয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে সকাল থেকেই হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। এখনো পর্যন্ত মহাসড়কে কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: নাটোরে দুর্বৃত্তের আগুনে পুড়লো ৩ বাস

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, সকালের দিকে মহাসড়কে বিএনপি নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করেছিল। আমরা তাৎক্ষণিকভাবে তাদের ছত্রভঙ্গ করে দেই। এছাড়া তেমন আর কোনো ঘটনা ঘটেনি। তবে আমরা মহাসড়কে সবসময় সজাগ রয়েছি।

 

রাশেদুল ইসলাম রাজু/জেএস/জিকেএস