মিছিল ঘেরাও করে বিএনপি নেতাকে পুলিশে দিলো যুবলীগ-ছাত্রলীগ
ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তুলাতুলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আকবর হোসেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় অবরোধের সমর্থনে ওই এলাকায় একটি মশাল মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন। তাদের ঘেরাও করে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশে খবর দেয়।
দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, স্থানীয়রা আকবর হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে। তবে তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে সেটি যাচাই-বাছাই করা হচ্ছে।
আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এমএস