ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধা-১

নৌকায় উঠতে চান ননদ-ভাবিসহ আওয়ামী লীগের ১০ নেতা

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৯:০৬ পিএম, ২২ নভেম্বর ২০২৩

গাইবান্ধা-১ আসনে ননদ-ভাবিসহ আওয়ামী লীগের ১০ নেতা দলীয় মনোনয়ন কিনেছেন। নৌকার টিকিট পেতে সবাই হাইকমান্ডে দৌড়ঝাঁপ করছেন বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারী, সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম সরকার লেবু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা মাসুদা খাজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, মো. আশরাফুল ইসলাম রঞ্জু, মো. আব্দুল হান্নান সরকার, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী মোস্তফা মাসুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আখতারুজ্জামান আকন্দ শাকিল, জেলা পরিষদের সদস্য মো. এমদাদুল হক নাদিম ও মো. মতিউর রহমান সালু।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুল আলম সরকার লেবু বলেন, মহাজোটের কারণে বার বার আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিতে হয়। ফলে এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমি নৌকা নিয়ে নির্বাচন করে উপজেলা চেয়ারম্যান হয়েছি। মনোনয়ন পেলে আমি এ আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারবো।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারী বলেন, আমার ভাই এ আসনের এমপি ছিলেন। তাকে দুর্বৃত্তরা হত্যা করে উন্নয়নমূলক কাজগুলো সমাপ্ত করতে দেয়নি। আমি ভাইয়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্যই মনোনয়নপ্রত্যাশী।

এ আসনে মোট ভোটার তিন লাখ ৯১ হাজার ৫৩১। এর মধ্যে পুরুষ এক লাখ ৯৩ হাজার ১৬৬ ও নারী এক লাখ ৯৮ হাজার ৩৬৫।

শামীম সরকার শাহীন/আরএইচ/এমএস