পটুয়াখালী-৪
স্ত্রী-ছেলের নামে দলীয় মনোনয়ন কিনলেন ৪ আওয়ামী লীগ নেতা
পটুয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের ২০ নেতাকর্মী দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। এদের মধ্যে চার পরিবারের আটজন মনোনয়ন কিনেছেন।
দলীয় একাধিক সূত্র জানায়, এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার ও তার ছোট ভাই সাবেক সেনা কর্মকর্তা হাবিবুর রহমান তালুকদার। নৌকার টিকিট পেতে বর্তমান এমপি মহিবুর রহমান মহিব ও তার স্ত্রী কলাপাড়া উপজেলা মহিলা লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার রেখা মনোনয়ন কিনেছেন।
দলীয় মনোনয়ন কিনেছেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার ও তার ছেলে কেন্দ্রীয় যুবলীগের সদস্য বিকাশ হাওলাদার। একইভাবে এ আসনে নৌকা প্রতীকে লড়তে চান উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আখতারুজ্জামান কোক্কা ও তার ছেলে যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মশিউর রহমান শিমু।
আরও পড়ুন: নৌকার টিকিট চান বাবা-ছেলে
এ বিষয় বর্তমান সংসদ সদস্য মহিববুর রহমান মহিব বলেন, আমার সমর্থনে স্ত্রী আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। গতবারও তিনি ফরম কিনেছিলেন।
কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল হালদার বলেন, মনোনয়ন কিনে জমা দিয়ে চলে এসেছি। আমার ছেলে মনোনয়নপত্র কিনেছে কিনা জানি না। তার সঙ্গে আমার কথা হয়নি।
এ বিষয় জানতে চাইলে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মন্নান বলেন, এতে করে নেতাকর্মীরা বিভ্রান্ত হয়। এক পরিবার থেকে একাধিক ব্যক্তি মনোনয়ন কিনবে এটা ঠিক না।
জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর বলেন, সব কিছুর একটা মান থাকতে হয়। এগুলো ঠিক না। সব কিছু জেনেশুনে যদি এরা এসব কাজ করে তবে কী বলার আছে।
আব্দুস সালাম আরিফ/আরএইচ/এমএস